Rahul Gandhi: 'ম্যাচ ফিক্সিং ছাড়া বিজেপি ১৮০-এর বেশি আসন পাবে না,' কটাক্ষ রাহুলের

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিজেপি ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণের ধার বাড়াচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রবিবার রামলীলা ময়দানে 'গণতন্ত্র বাঁচাও' সভা থেকে ফের মোদীকে নিশানা করেছেন রাহুল।

দেশজুড়ে লোকসভা নির্বাচনের আবহেই চলছে আইপিএল। ক্রিকেট ও রাজনীতির উন্মাদনা একইসঙ্গে দেখা যাচ্ছে। রাজনীতিবিদদেরও গ্রাস করেছে ক্রিকেটের উন্মাদনা। রবিবার দিল্লির রামলীলা ময়দানে 'গণতন্ত্র বাঁচাও' সভা থেকে বিজেপি ও নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে ক্রিকেটের উপমা ব্যবহার করলেন রাহুল গান্ধী। এবারের লোকসভা নির্বাচনে ৪০০ আসন জয়ের দাবি করছে এনডিএ। এ বিষয়েই বিজেপি-কে কটাক্ষ করতে গিয়ে ফের ইভিএম-এ কারসাজির অভিযোগ করেছেন ওয়েনাড়ের সাংসদ। বিপক্ষ দলের খেলোয়াড়দের গ্রেফতার করে তাদের দুর্বল করে দেওয়া এবং আম্পায়ারদের সঙ্গে যোগসাজশের অভিযোগও এনেছেন রাহুল। তিনি আইপিএল-এর কথা উল্লেখ করেই বিজেপি-কে আক্রমণ করেছেন।

বিজেপি-কে তীব্র আক্রমণ রাহুলের

Latest Videos

বিজেপি ও মোদীকে তীব্র আক্রমণ করে রাহুল বলেছেন, ‘ইভিএম, ম্যাচ ফিক্সিং, সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যমের উপর চাপ সৃষ্টি করা ছাড়া ওরা ১৮০-এর বেশি আসন পাবে না। আজ আইপিএল-এর ম্যাচ চলছে। আম্পায়ারদের উপর যখন চাপ সৃষ্টি করা হয়, খেলোয়াড়দের কিনে নেওয়া হয়, ম্যাচ জেতার জন্য অধিনায়কদের হুমকি দেওয়া হয়, তখন ক্রিকেটে ম্যাচ ফিক্সিং হয়। লোকসভা নির্বাচন আসতে চলেছে। তার আগে আম্পায়ারদের বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ম্যাচের আগে আমাদের দলের দুই খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেস। নির্বাচনের মাঝেই আমাদের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের প্রচার করতে হবে, কর্মীদের বিভিন্ন রাজ্যে পাঠাতে হবে, পোস্টার লাগাতে হবে। কিন্তু আমাদের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কী ধরনের নির্বাচন?’

'দেশ বাঁচানোর নির্বাচন'

রাহুলের দাবি, ‘এবারের নির্বাচন সাধারণ নয়। এটা দেশ ও সংবিধান বাঁচানোর নির্বাচন। আপনারা সবাই ভোট না দিলে ওদের ম্যাচ ফিক্সিং সফল হবে। সেটা হলে সংবিধান ধ্বংস হয়ে যাবে। দেশের মানুষের কণ্ঠস্বর হল সংবিধান। যেদিন সংবিধান শেষ হয়ে যাবে, সেদিন দেশও শেষ হয়ে যাবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Congress On IT: 'একদিন বিজেপির সরকার বদলাবে... এটা আমার গ্যারান্টি', আয়কর নোটিশ নিয়ে হুঁশিয়ারি রাহুল গান্ধীর

Rahul Gandhi: লোকসভা নির্বাচনের আগেই মহিলাদের জন্য বড় প্রতিশ্রুতি রাহুল গান্ধী, কী সুবিধে পাবে মহিলারা

Congress News: কংগ্রেসকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে রাহুল - সোনিয়ার তোপ মোদী সরকারকে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari