'মুসলিমরাই বেশি কনডোম ব্যবহার করে', মোদীকে নিশানা করে পাল্টা তোপ ওয়াইসির

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিম (AIMIM) প্রধান ওয়াইসি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন মুসলিমরা বেশি সন্তান উৎপাদন করছে। অথচ মোদী সরকারের তথ্য বলছে, মুসলমানদের প্রজননের হার কমেছে।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের তীব্র সমালোচনা করেন আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি হিন্দু ও মুলসিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন করার চেষ্টার অভিযোগ তুলেছেন। তিনি আরও বলেন মোদী ঘৃণা ছড়ানোর জন্য মিথ্য কথা বলছেন বলেও দাবি করেন। সম্প্রতি রাজস্থানের জনসভায় নরেন্দ্র মোদী কংগ্রেসকে নিশানা করে বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে যাদের বেশি সন্তান রয়েছে তাদের মধ্যেই সব সম্পদ বিতরণ করেব। তিনি কংগ্রেসে বিরুদ্ধে মুলসিম তোষণেরও অভিযোগ তোলন। হায়দরাবাদের জনসভায় ওয়াসি মোদীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিম (AIMIM) প্রধান ওয়াইসি বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন মুসলিমরা বেশি সন্তান উৎপাদন করছে। অথচ মোদী সরকারের তথ্য বলছে, মুসলমানদের প্রজননের হার কমেছে। কিন্তু তিনি বলছেন আমরা বেশি সন্তান উৎপাদন করি। ভারতে মুসলিমকা সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে এই ভয় দেখার জন্যই বিজেপি ও আরএসএস মিথ্যা প্রচার করছে।' মোদীর মন্তব্যের সমালোচনা করতে গিয়ে ওয়াইসি বলেন, 'ভারতের পুরুষদের মধ্যে কেউ যদি সবথেকে বেশি কনডন ব্যবহার করে তবে তারা মুললিম। এটা আমি বলছি না। এটা সরকারি তথ্য।'

Latest Videos

ওয়াইসি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভয় দেখানোর ও ঘৃণা ছড়ানোর অভিযোগ করেছেন। তিনি বলেন দেশের স্থায়ী বাসিন্দা মুলসিমদের ঘুসপেটি বা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেম ২০০২ সাল থেকেই মোদী মুসলিমদের বিরুদ্ধে ঘণা ছড়াচ্ছেন। তিনি আরও বলেন, 'প্রতিটি সংবাদপত্র মোদী কি গ্যারান্টি লিখে। একটাই মোদি কি গ্যারান্টি, সেটা হল দলিত ও মুসলমানদের প্রতি ঘৃণা। আর কতদিন এই ঘৃণা ছড়াতে থাকবে? আমাদের বিশ্বাস এবং ধর্ম আলাদা, কিন্তু আমরাও এই দেশের নাগরিক।' তিনি আরও বলেন এটাই মোদীর আসল চেহারা। তিনি আরও বলেন, 'মোদী শুধু সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস বলে প্রতারণা করছেন'।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা কাগজ ছিঁড়েছি, মমতা নিজে বিধানসভায় ভাঙচুর করেছিল' ঝড় তুললেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP
Malda News Today: দ্বিতীয় বিয়ের বিরোধিতা করায় ছেলের সঙ্গে এইরকম করলো বাবা! চাঞ্চল্য গোটা এলাকায়
Suvendu Adhikari : "এখানে মুসলিম লীগ ২ সরকার চলছে", মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী
বিজেপি করার অপরাধে ব্যাপক মারধর ক্যানিংয়ে, অভিযোগের তীর শওকত মোল্লার বাহিনীর বিরুদ্ধে | Canning News
Nadia Latest News Today: ১ লাখ টাকা না আনতেই এইরকম পরিণতি! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন