এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ইস্তেহার নিয়ে বিভিন্ন জনসভা থেকে আক্রমণ করছেন নরেন্দ্র মোদী। ফের সংরক্ষণ নিয়ে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ করেছেন তিনি।
‘ইন্ডিয়া জোটকে আমার চ্যালেঞ্জ, ওরা ঘোষণা করুক, লিখিতভাবে দেশকে গ্যারান্টি দিক যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করবে না। কারণ, ওদের উপর ভরসা করা যায় না। ওরা এটা ঘোষণা করুক। ওরা আরও ঘোষণা করুক, তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি ও সাধারণ শ্রেণির জন্য নির্দিষ্ট সংরক্ষণে কখনও হাত দেবে না। ওরা এই ঘোষণা করতে পারবে? পারবে না। আমি জানি, ওরা কোনওদিন লিখিতভাবে এই ঘোষণা করতে পারবে না।’ জনসভা থেকে এভাবেই কংগ্রেস তথা ইন্ডিয়া জোটকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের প্রচারে তিনি সংরক্ষণকেও বড় হাতিয়ার করে তুলেছেন। বিরোধী দলগুলির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপি ফের ক্ষমতায় এলে সংরক্ষণ তুলে দেবে। এরই পাল্টা হিসেবে কংগ্রেসের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নিয়ে প্রচার শুরু করেছে বিজেপি। ফলে সংরক্ষণ নিয়ে রাজনৈতিক লড়াই জমে উঠেছে।
গুজরাটের সভা থেকে কংগ্রেসকে আক্রমণ মোদীর
বুধবার নিজের রাজ্য গুজরাটের বনসকণ্ঠা জেলার দিশা শহরে একটি জনসভায় যোগ দেন মোদী। তিনি কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, 'কংগ্রেস ও তাদের লোকজনের মন দিয়ে শোনা উচিত, এটা মোদী। যতক্ষণ মোদী বেঁচে আছে, আমি আপনাদের সংবিধানের নামে সংরক্ষণের খেলা খেলতে দেব না।'
নাম না করে রাহুলকে আক্রমণ মোদীর
নাম না করে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে মোদী বলেন, ‘আমি কংগ্রেসের শাহজাদা, তাঁর দল ও সমর্থকদের চ্যালেঞ্জ করছি, তাঁরা ঘোষণা করুন, কোনওদিন ধর্মের নামে সংরক্ষণের অপব্যবহার করবেন না। তাঁদের আরও বলতে হবে, সংবিধানের সঙ্গে ছেলেখেলা করবেন না বা ধর্মের নামে সংরক্ষণ অনুমোদন করবেন না। কংগ্রেসকে লিখিতভাবে বলতে হবে, তারা ধর্মের ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা করবে না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Narendra Modi: 'জীবন থাকতে মুসলমানদের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে দেব না', কোটা নিয়ে আবার সরব মোদী
জিতলেই সংরক্ষণ তুলে দেবে বিজেপি! ভোট শুরু হতে না হতেই শুরু নয়া বিতর্ক