Allu Arjun: নির্বাচনী প্রচারে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, বিপাকে আল্লু অর্জুন

Published : May 12, 2024, 06:43 PM ISTUpdated : May 12, 2024, 07:18 PM IST
case registered allu arjun

সংক্ষিপ্ত

'পুষ্পা' ছবিতে অভিনয় করে সারা ভারতে অন্যতম জনপ্রিয় চিত্রাভিনেতা হয়ে উঠেছেন আল্লু অর্জুন। 'পুষ্পা ২' মুক্তি পেতে চলেছে। এরই মধ্যে আইনি সমস্যায় পড়ে গেলেন এই তারকা।

নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিপাকে 'পুষ্পা' খ্যাত চলচ্চিত্র তারকা আল্লু অর্জুন। অন্ধ্রপ্রদেশে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারায় এফআইআর করা হয়েছে। ওয়াই এস আর কংগ্রেস পার্টির বিধায়ক রবি চন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। আল্লু ও রবির বিরুদ্ধে বিধায়কের বাসভবনে বিশাল জমায়েত আয়োজন করার অভিযোগ উঠেছে। নির্বাচনী আদর্শ আচরণবিধি অনুযায়ী বিধায়কের বাসভবনে প্রচারের লক্ষ্যে কোনও জমায়েত করা যায় না। কিন্তু এক্ষেত্রে সেটাই করা হয়েছে। এই কারণেই মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া শনিবার যে প্রচার করা হয়, তার জন্য পুলিশের কাছ থেকে আগাম অনুমতিও নেওয়া হয়নি। এই কারণেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নান্দিয়ালা লোকসভা কেন্দ্রে নির্বাচনী ব্যবস্থাপনার উপর নজর রয়েছে নান্দিয়ালা গ্রামীণ অঞ্চলের ডেপুটি তেহসিলদার পি রামচন্দ্র রাওয়ের। তিনিই আল্লু ও রবির বিরুদ্ধে এফআইআর করেছেন।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার আল্লুর

শনিবার রবির বাসভবনে যান আল্লু। সেখানে বিশাল ভিড় ছিল। অনুরাগীদের উচ্ছ্বাসের মধ্যেই রবির হয়ে নির্বাচনী প্রচার করেন আল্লু। যদিও তিনি নির্বাচনী প্রচার বা আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। এই তারকা বলেছেন, ‘আমি নিজের ইচ্ছাতেই এখানে এসেছিলাম। আমার বন্ধুরা যে ক্ষেত্রেই থাকুক না কেন, আমি সবসময় ওদের সাহায্য করার জন্য এগিয়ে আসি। তার মানে এই নয় যে আমি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করছি বা সাহায্য করছি।’

সোমবার নান্দিয়ালায় ভোটগ্রহণ

সোমবার চতুর্থ দফায় নান্দিয়ালায় ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ যাতে নির্বিঘ্নে সমাপ্ত হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন না করেন, সেটা নিশ্চিত করার চেষ্টা করছে প্রশাসন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নীল শাড়ি, দুর্ধর্ষ মেকআপ- ‘পুষ্পা ২: দ্য রুল’-এর টিজারে অ্যাকশন দৃশ্যে তাক লাগালেন আল্লু অর্জুন

Shah Rukh Khan: আল্লু অর্জুনের ছেলেকে দেখে নিজের ছেলে-মেয়েদের কী শেখাতে চাইলেন শাহরুখ খান?

Allu Arjun Wax Statue: ফের মাদাম তুসোয় সম্মানিত ভারতীয় সিনেমা, মোমের মূর্তি বসছে আল্লু অর্জুনের

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি