Rahul Gandhi: 'সমুদ্রের নীচে গিয়ে নাটক করছে,' দ্বারকায় পুজো নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের

এবারের লোকসভা নির্বাচন যত এগোচ্ছে, ততই রাজনৈতিক লড়াই তুঙ্গে উঠছে। একে অপরকে তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী।

'নরেন্দ্র মোদী কখনও পাকিস্তানের কথা বলবে, কখনও আবার সমুদ্রের নীচে গিয়ে নাটক করবে। সমুদ্রের নীচে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। ভাবছিল, এখানে কিছু যেন না হয়ে যায়। রাজনীতিকে রসিকতায় পরিণত করেছে।' ঠিক এই ভাষাতেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। দ্বারকায় শ্রীকৃষ্ণের রাজধানী যেখানে ছিল বলে বিশ্বাস হিন্দুদের, কিছুদিন আগে সেখানে সমুদ্রের নীচে পুজো দিতে যান মোদী। সেই পুজো নিয়ে এর আগেও কটাক্ষ করেন রাহুল। এবার মহারাষ্ট্রের পুণেতে এক জনসভায় ফের এই পুজো নিয়ে মোদীকে ব্যঙ্গ করলেন রাহুল। তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ গেরুয়া শিবির। রাহুলের বিরুদ্ধে ফের হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে।

পুজো নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের

Latest Videos

গত মাসে মহারাষ্ট্রের ভাণ্ডারায় এক নির্বাচনী জনসভায় রাহুল বলেন, ‘নরেন্দ্র মোদীকে সমুদ্রের নীচে দেখা গিয়েছে। তিনি সমুদ্রের নীচে পুজো করছেন। তিনি কি রসিকতা করছেন? সমুদ্রের নীচে পুজো করছেন! ওখানে মন্দিরও নেই। সেখানে সেনাবাহিনীর লোকজনের সঙ্গে বসে আছেন।’ ফের মোদীকে কটাক্ষ করলেন রাহুল

 

 

রাহুলকে পাল্টা তোপ মোদীর

নাম না করে রাহুলকে পাল্টা আক্রমণ করে মোদী বলেছেন, ‘প্রত্নতাত্ত্বিকরা সমুদ্রের নীচে দ্বারকা খুঁজে পেয়েছেন। আমি সমুদ্রের নীচে গিয়ে দ্বারকায় পুজো করেছি। কিন্তু কংগ্রেসের শাহজাদা বলেছেন, সমুদ্রে পুজো করার কিছু নেই। এরা আমাদের সংস্কৃতি, হাজার হাজার বছরের বিশ্বাস মানতে চায় না। ভোটব্যাঙ্কের স্বার্থেই ওরা এসব করছে।’ সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবকেও আক্রমণ করেছেন মোদী। তিনি বলেছেন, ‘যাঁরা বিহারে নিজেদের যদুবংশী বলেন, আমি তাঁদের প্রশ্ন করতে চাই, আপনারা যদি সত্যিকারের যদুবংশী হন, তাহলে কীভাবে এমন দলের সঙ্গে বসে আছেন যাঁরা শ্রীকৃষ্ণকে অপমান করছে?’ মোদীর এই পাল্টা তোপে তুঙ্গে উঠেছে চাপানউতোর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Modi-Rahul: 'সমুদ্রের নীচে তো মন্দিরই নেই, সেখানে পুজো করছেন,' মোদীকে কটাক্ষ রাহুলের

স্বয়ং শ্রীকৃষ্ণের তৈরী করা নগর দ্বারকা, কেন সমুদ্র গর্ভে বিলীন হল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
North 24 Parganas News: ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়
‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র