Congress: অর্থাভাব, লোকসভা নির্বাচন থেকে সরলেন পুরীর কংগ্রেস প্রার্থী

এবারের লোকসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে লড়াই থেকে সরে গিয়েছেন কংগ্রেস প্রার্থীরা। এবার ওড়িশার বিখ্যাত তীর্থক্ষেত্র পুরীতেও একই ঘটনা দেখা গেল।

লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের আগেই লড়াই থেকে সরে গেলেন ওড়িশার পুরী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুচরিতা মোহান্তি। তিনি জানিয়েছেন, অর্থাভাবের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। দলের পক্ষ থেকেও অর্থসাহায্য করা হয়নি। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জনতার কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছিলেন এই কংগ্রেস প্রার্থী। কিন্তু তাতেও বিশেষ সুবিধা হয়নি। তিনি যৎসামান্য খরচের মাধ্যমে প্রচার চালাচ্ছিলেন। কিন্তু তাতেও খরচ সামলাতে পারছিলেন না। এই কারণেই নির্বাচনে লড়াই থেকে সরে দাঁড়ালেন। কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেনুগোপালকে চিঠি দিয়ে সুচরিতা অভিযোগ করেছেন, দলের পক্ষ থেকে তাঁকে অর্থসাহায্য করা হয়নি। এই কারণেই তিনি নির্বাচনে লড়াই থেকে সরে গেলেন।

আর্থিক অভাব নিয়ে ক্ষোভ সুচরিতার

Latest Videos

অর্থের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুচরিতা বলেছেন, ‘দল থেকে আমাকে আর্থিক সাহায্য করা হয়নি। বিধানসভা নির্বাচনে দুর্বল প্রার্থীদের টিকিট দেওয়া হয়েছিল। বিজেপি ও বিজেডি অর্থের পাহাড়ে বসে আছে। আমার পক্ষে লড়াই কঠিন ছিল। সব জায়গায় সম্পদের অশ্লীল প্রদর্শন চলছে। আমি এভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। আমি মানুষের সঙ্গে প্রচার করতে চেয়েছিলাম। কিন্তু আর্থিক অভাবে সেটা সম্ভব হয়নি। দলও এর জন্য দায়ী নয়। বিজেপি সরকার দলকে পঙ্গু করে দিয়েছে। খরচের উপর অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি সাড়া পেয়েছি। মানুষ পরিবর্তন চাইছেন।’

সুচরিতাকে আর্থিক সাহায্য করতে নারাজ কংগ্রেস নেতৃত্ব

সুচরিতা জানিয়েছেন, ‘প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার আমাকে বলেন, দল আর্থিক সাহায্য করতে পারবে না। আমাকেই টাকা জোগাড় করতে হবে। আমি সাংবাদিক ছিলাম। ১০ বছর আগে নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করি। পুরীতে লোকসভা নির্বাচনের প্রচারে আমার সব টাকা খরচ করেছি। আমি মানুষের কাছ থেকে টাকা চেয়েছিলাম। কিন্তু আমি সাফল্য পাইনি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আমেঠি ছেড়ে রায়বরেলিতে রাহুলের মনোনয়ন দাখিল, 'পালিয়ে যেও না'- কটাক্ষ মোদীর

Priyanka Gandhi: 'বাবা উত্তরাধিকার হিসেবে পেয়েছেন আত্মবলিদান,' মোদীর আক্রমণের জবাব প্রিয়াঙ্কার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today