Rahul Gandhi: চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হওয়ার পরিস্থিতি, সভাস্থল ছাড়লেন রাহুল-অখিলেশ

এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে জোট বেঁধে লড়াই করছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। ভালো ফলের ব্যাপারে আশাবাদী ইন্ডিয়া জোট। উত্তরপ্রদেশের ফলই নির্ণায়ক হতে চলেছে।

রবিবার রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের জনসভায় চরম বিশৃঙ্খলার ছবি দেখা গেল। এদিন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ফুলপুরে কংগ্রেস ও সমাজবাদী পার্টির যৌথ জনসভা ছিল। রাহুল ও অখিলেশ এই জনসভায় ছিলেন। সেখানে এমনই বিশৃঙ্খলা ছড়ায় যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতিতে ভাষণ না দিয়েই সভাস্থল ছাড়েন রাহুল ও অখিলেশ। তাঁরা জনতাকে শান্ত করার চেষ্টা করেন, শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। ফলে নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়। এই কারণেই জনসভার কাজ অসমাপ্ত রেখেই সেখান থেকে চলে যান রাহুল ও অখিলেশ।

রাহুল-অখিলেশের দ্বিতীয় সভাতেও বিশৃঙ্খলা

Latest Videos

ফুলপুরে সভা অসমাপ্ত রেখে প্রয়াগরাজ জেলারই কারাছানার মুঙ্গারিতে দ্বিতীয় জনসভায় যোগ দিতে যান রাহুল-অখিলেশ। কিন্তু সেখানেও বিশৃঙ্খলা দেখা যায়। জনতা ব্যারিকেড ভেঙে মঞ্চের দিকে এগোতে শুরু করে। কোনওমতে পরিস্থিতি সামাল দেন নিরাপত্তারক্ষীরা। কয়েকদিন আগেই আমেঠিতে জনসভায় যোগ দেন রাহুল ও অখিলেশ। সেখানে অবশ্য শৃঙ্খলাজনিত কোনও সমস্যা হয়নি।

সোমবার রাহুলের কেন্দ্রে ভোটগ্রহণ

সোমবার সারা দেশের বিভিন্ন রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ হতে চলেছে। উত্তরপ্রদেশেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে। রাহুল, রাজনাথ সিং, স্মৃতি ইরানির মতো গুরুত্বপূর্ণ রাজনীতিবিদের ভাগ্য নির্ধারণ হবে এই ভোটে। সোমবার মোহনলালগঞ্জ (তপশিলি জাতির জন্য সংরক্ষিত), রায়বরেলি, আমেঠি, জালাউন (তপশিলি জাতির জন্য সংরক্ষিত), ঝাঁসি, হামিরপুর, বান্দা, ফতেপুর, কৌশম্বী (তপশিলি জাতির জন্য সংরক্ষিত), বারাবাঁকি (তপশিলি জাতির জন্য সংরক্ষিত), ফৈজাবাদ, কাইজারগঞ্জ, গোন্ডায় ভোটগ্রহণ করা হবে। কাইজারগঞ্জে বিজেপি প্রার্থী ভারতীয় কুস্তি ফেডারেশনের অপসারিত সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে। ফলে এই কেন্দ্রের ফলও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ঔরঙ্গজেবের আত্মা কংগ্রেসের মধ্যে ঢুকে পড়েছে, রাম মন্দির নিয়ে যোগী আদিত্যনাথের কড়া বার্তা

INDIA Bloc: মমতার পাশে কংগ্রেসের খাড়গের বড় বার্তা, দল ছাড়ার কথায় অধীরের পাল্টা হুংকার

'কংগ্রেস এলেই রাম মন্দির দিয়ে বুলডোজার চলবে', উত্তর প্রদেশে ভোট প্রচারে বড় আশঙ্কা নরেন্দ্র মোদীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia