আসছে সংসদের নতুন চ্যানেল, বন্ধ হচ্ছে দীর্ঘদিনের লোকসভা ও রাজ্যসভা টিভি

বন্ধ হচ্ছে লোকসভা টিভি এবং রাজসভা টিভি

এতদিন এই দুই চ্যানেলেই দেখানো হত সংসদের কার্যক্রম

দুই চ্যানেলকে এক করে তৈরি হচ্ছে নতুন সংসদ টিভি

কেন এমন সিদ্দান্ত নিল নরেন্দ্র মোদী সরকার

লোকসভা এবং রাজসভার জন্য এতদিন দুটি টিভি চ্যানেল চালাতো ভারতীয় সংসদ। এবার এই দুই চ্যানেলকে একীভূত করে সংহত টিভি নামে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এই চ্যানেলেই সংসদের দুই কক্ষের কার্যক্রম লাইভ সম্প্রচার করা হবে। সেইসঙ্গে হিন্দি ও ইংরেজিতে সংবাদ এবং বর্তমান ঘচনাক্রম বিষয়ে অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

লোকসভা টিভির নিজস্ব পরিকাঠামো থাকলেও, এতদিন রাজ্যসভা টিভি চলত তালকোটড়া স্টেডিয়াম সংলগ্ন একটি ভাড়া নেওয়া বেসরকারি কার্যালয় থেকে। এবার, লোকসভা টিভির অফিসেই রাজ্যসভা টিভির পরিকাঠামোকে স্থানান্তরিত করা হবে। আর এভাবেই সংসদ টিভির নতুন অফিস গড়ে উঠবে। প্রাক্তন টেক্সটাইল সচিব রবি কাপুরকে চুক্তি-ভিত্তিতে এক বছরের জন্য এই নতুন সংসদ টিভির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হচ্ছে।

Latest Videos

২০১৯ সালে প্রসার ভারতীর সিইও সূর্য প্রকাশের নেতৃত্বাধীন এক বিশেষজ্ঞ কমিটি প্রথম দুই টিভি কে একিভূত করে একটি নতুন সত্ত্বা হিসাবে সংসদ টিভি চালু করার পরিকল্পনার প্রস্তাব দিয়েছিল। এর ফলে একদিকে যেমন ব্যয় হ্রাস হবে, তেমনই চ্যানেল পরিচালনার কাজও সহজ হবে। সেইসঙ্গে বিষয়বস্তুগুলি দর্শক এবং বিজ্ঞাপনদাতাদের কাছে আরও আকর্ষণীয় পণ্য হিসাবে গড়ে তোলা যাবে বলে জানিয়েছিল ওই কমিটি। প্রসঙ্গত, লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভি - দুই চ্যানেলই মুনাফা অর্জনকারী সংস্থা। কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রকের বিজ্ঞাপন তো বটেই, বেসরকারি বিভিন্ন বড় বড় সংস্থার বিজ্ঞাপনও পেত তারা।

 

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News