শীতের সকালে ফের দুর্ঘটনার কবলে রেল, লাইনচ্যুত ভুবনেশ্বর-লোকমান্য এক্সপ্রেস

  • শীতের সকালে বেলাইন এক্সপ্রেস ট্রেন
  • মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত এক্সপ্রেস 
  • ক্ষতিগ্রস্ত ট্রেনের মোট ৮টি বগি
  • দুর্ঘটনার জেরে বিঘ্নিত ট্রেন চলাচল

Asianet News Bangla | Published : Jan 16, 2020 4:11 AM IST

ফের দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় রেল। লাইনচ্যুত হল ভুবনেশ্বর-লোকমান্য তিলক এক্সপ্রেস। বৃহস্পতিবার ভোরে কটকের নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। ক্ষতিগ্রস্ত হয় মোট ৮টি বগি। 

ঘন কুয়াশার কারণেই এই রেল দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রেলসূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কটকের কাছে মালগাড়ির গার্ডম্যানের ধাক্কায় বেলাইন হয় এক্সপ্রেস  ট্রেনের কামরাগুলি।  মূলত ঘন কুয়াশারর কারণে দৃশ্যমানতা শূণ্যে পৌঁছে যাওয়ায় এই ঘটনা। 

কুয়াশাঘেরা সকালে আচমকাই রেল লাইনে বিকট শব্দে রেলের নিরাপত্তারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আসেপাশের বাসিন্দারাও দুর্ঘটনাস্থলে আসেন। শুরু হয় উদ্ধার কাজ। তবে দুর্ঘটনাস্থল থেকে লাইনচ্যুত বগিগুলি না সরানো পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব নয় বলে রেলের তরফে জানান হয়েছে। 

জানা গিয়েছে ট্রেনটি মুম্বই থেকে ভুবনেশ্বর যাচ্ছিল। তার মাঝেই এই বিপত্তি। আপাতত দুর্ঘটনার জেরে এই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত। 

Share this article
click me!