উত্তরপ্রদেশে বিজেপির বিশাল জয়, পঞ্জাবে ভরাডুবি কংগ্রেসের - বলছে নতুন বুথ ফেরত সমীক্ষা

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগের দিন সামনে এল লোকনীতি-সিএসডিএস বুথ ফেরত সমীক্ষার ফল (Lokniti-CSDS exit poll)। উত্তরপ্রদেশে কি (Uttar Pradesh) ফিরবে বিজেপি (BJP), কী হবে পাঞ্জাবের (Punjab) কংগ্রেস (Congress) সরকারের?

বৃহস্পতিবারই পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। তার ঠিক একদিন আগে সামনে এল 
লোকনীতি-সিএসডিএস বুথ ফেরত সমীক্ষার ফল (Lokniti-CSDS exit poll)। এর আগের প্রতিটি সমীক্ষার মতোই এই সমীক্ষাতেও বলা হয়েছে বিজেপি(BJP), উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিরাট জয় পেতে চলেছে। পাশাপাশি পাঞ্জাবে (Punjab) কংগ্রেস (Congress) বিপুলভাবে পরাজিত হবে। 

লোকনীতি-সিএসডিএস'এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি এবং তার সহযোগীরা উত্তরপ্রদেশে ৪৩ শতাংশ ভোট পেতে চলেছে। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টি (Samajwadi Party), পেতে পারে ৩৫ শতাংশ ভোট। এছাড়া, মায়াবতীর (Mayawati) বিএসপি (BSP) পেতে পারে ১৫ শতাংশ ভোট, আর কংগ্রেস পেতে পারে মাত্র ৩ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ৪ শতাংশ ভোট। 

Latest Videos

কে কয়টি আসন পেতে পারে, তা এই সমীক্ষায় জানানো হয়নি। তবে ২০১৭ সালের নির্বাচনেও ৪৩ শতাংশ ভোটই পেয়েছিল বিজেপি। যার ফলে, ৪০৩ সদস্যের উত্তরপ্রদেশ বিধানসভায় ৩০০ টিরও বেশি আসনে জয়ী হয়েছিল এনডিএ জোট। কাজেই এইবারও সেই একই ঘটনা ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে। 

পঞ্জাবে, সমস্ত জনমত সমীক্ষা এবং বুথ ফেরত সমীক্ষা অনুযায়ীই, এই প্রথম ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (Aam Admi Party) বা আপ। লোকনীতি-সিএসডিএস'এর বুথ ফেরত সমীক্ষা বলছে, পঞ্জাবে কংগ্রেস শুধু পরাজিত হবে না, লজ্জাজনক হারের মুখোমুখি হবে শতাব্দী-প্রাচীন দলটি।

সমীক্ষা বলছে আপ দল যেখানে ৪০ শতাংশ ভোট পেতে পারে, সেখানে বর্তমান শাসক দল কংগ্রেসের ঘরে যেতে পারে মাত্র ২৬ শতাংশ আসন। কংগ্রেসের ভরাডুবিতে অবশ্য লাভবান হবে না বিজেপিও, ক্যাপ্টেনের সঙ্গে জোট গড়ে তারা পেতে পারে ৭ শতাংশ ভোট। আর তাদের প্রাক্তন জোটসঙ্গী তথা পঞ্জাবের আরেক প্রাক্তন শাসক অকালি দল (Shiromani Akali Dal) আটকে যেতে পারে ২০ শতাংশ ভোটে। অর্থাৎ, আপ'কে আটকানোর মতো কেউ নেই। 

বেশিরভাগ এক্সিট পোলেই গোয়া (Goa) এবং উত্তরাখণ্ডে (Uttarakhand) ত্রিশঙ্কু ফল হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, লোকনীতি-সিএসডিএস'এর সমীক্ষা বলছে, উত্তরাখণ্ডে সামান্য ভোটে হলেও জিতবে বিজেপি। তাদের সমীক্ষা অনুযায়ী উত্তরাখণ্ডে বিজেপি ৪৩ শতাংশ ভোট পেতে চলেছে আর কংগ্রেস পেতে পারে ৩৮ শতাংশ ভোট। গোয়ার ফলাফল অবশ্য সিএসডিএস-ও বলেছে ত্রিশঙ্কু হবে। সমীক্ষার ফল অনুযায়ী, গোয়ায় বিজেপি এবং কংগ্রেস ভোট পেতে চলেছে যথাক্রমে ৩২ শতাংশ এবং ২৯ শতাংশ। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস (TMC) জোট পেতে পারে ১৪ শতাংশ ভোট এবং আপ ৭ শতাংশ ভোট।

গত সোমবার (৭ মার্চ), উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ সমাপ্ত হতেই, একের পর এক সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার ফল সামনে এসেছে। তাতে আসন সংখ্যার সামান্য তারতম্য দেখা গেলেও, মোটামুটিভাবে উত্তরপ্রদেশ ও মণিপুরে বিজেপির ক্ষমতায় থাকা এবং পঞ্জাবে কংগ্রেস সরকারের বিদায় ও আপের উত্থানের বিষয়ে সকলেই একমত হয়েছে। তবে, উত্তরাখণ্ড এবং গোয়ায় কোনও দলই একক সংখ্য়াগরীষ্ঠতা পাবে না বলেই মনে করা হচ্ছে। 
 

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূলের সবকটাই হাঙর’ দিলীপের চরম কটাক্ষ তৃণমূলকে | Dilip Ghosh News Today
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
মুম্বাই সফরে শুভেন্দু অধিকারী! পুজো করলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে, দেখুন সেই ভিডিও | Suvendu Adhikari
রাতে কি ঘটেছিল! দেহের পাশ থেকে মিলেছে...পরিবারের গুরুতর অভিযোগ! | Krishnanagar | Shantipur
‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে