Viral Video: আপনি কি ভূতের দেখা পেতে চান? তাহলে অবশ্যই দেখুন এই ভাইরাল ভিডিওটি

Published : Oct 15, 2023, 09:45 PM ISTUpdated : Oct 16, 2023, 02:08 PM IST
look of The Naan on the streets of Delhi If you want to see a ghost you must watch this viral video bsm

সংক্ষিপ্ত

ভূত অবশ্য দিল্লির রাস্তায় ট্যাক্সি করে ঘুরে বেড়াচ্ছে। পাবলিক প্লেসে লোকজনকে ভয় দেখাচ্ছে। কারও ক্ষতি করছে বলে শোনা যায়নি।

ভূত আছে কি নেই তা নিয়ে তর্ক বহু দিনের। কেউ ভূতে বিশ্বাসী- কেউ আবার অবিশ্বাসী। কিন্তু দুই পক্ষই যে ভূত নিয়ে আগ্রহী তা আর বলার অপেক্ষা রাখে না। তাই ভূতের ভবিষ্যৎ আপাতত মানবজাতির হাতে সুরক্ষিত বলা যেতেই পারে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে ভারতীয় জাতীয় রাজধানী দিল্লির রাস্তায় ঘুরে ফিরে বেড়াচ্ছে ভূত, পেত্নী বললেও মনে হয় ভুল হবে না। আপনি বলতেই পারেন সম্প্রতি মুক্তি পাওয়া হলিউড হরর- দ্যা নান-এর প্রতিমূর্তি।

তবে এই ভূত অবশ্য দিল্লির রাস্তায় ট্যাক্সি করে ঘুরে বেড়াচ্ছে। পাবলিক প্লেসে লোকজনকে ভয় দেখাচ্ছে। কারও ক্ষতি করছে বলে শোনা যায়নি। গাড়ির জানলা দিয়ে রাতের অন্ধকারে উঁকি মারছে। পথচলতি মানুষ অবশ্য ভয়ঙ্কর চেহারা দেখা ভিরমি খাচ্ছে। তারপরই সামনে আসছে আসল ঘটনা। আপনিও দেখুন ভিডিওটিটি।

 

 

মেক-আপ দিয়ে কি না করা যায়! তারই একটি জলজ্যান্ত প্রমাণ। মেক-আপ আর্টিস্ট ইজা সেটিয়াক রাস্তাতে এভাবেই ঘুরে বেড়াচ্ছেন। বলা যেতে পারে হলিউড ছবি দ্যা নান-র একটি ভারতীয় সংস্করণ মাত্র। ভিডিওটি দেখার পরে, নেটিজেনরা রীতিমত খুশিতে ভরে উঠেছে। অনেকেই বলেছেন সত্যিই সুন্দর এই সন্ন্যাসী...…প্রতিটি মেয়ে চায়  NUN মত চেহারা পেতে চায়। অনেকে অবার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলেছেন তিনি এমন কুৎসিত নন। তবে  অধিকাংশই মেক-আপ আটিস্টের প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই আবার পরবর্তী সংস্করণের অপেক্ষায় থাকার কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে অনেকেই মজা পেয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র