LPG Price News: গ্যাসের দামে ৩০০ টাকা ছাড়! মাসের শুরুতেই গ্রাহকদের স্বস্তি? রইল বড় আপডেট

Published : May 31, 2025, 11:37 AM IST

Gas Price Hike News: মাসের শেষেই গ্রাহকের জন্য দুঃসংবাদ। ফের বাড়ছে গ্যাসের দাম! তবে রয়েছে আবার সুখবরও। গ্যাসের দামে ৩০০ টাকা ছাড় পাবেন গ্রাহকরা। কোন গ্রাহকরা ছাড় পাচ্ছেন? দেখুন ফটো গ্যালারিতে… 

PREV
18
গ্যাসের দাম নিয়ে বড় সিদ্ধান্ত

গত মাসেই গ্য়াসের দাম ৫০ টাকা করে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে একধাক্কায় অনেকটাই গ্যাসের দাম বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। 

28
গ্যাসের দামে বড় ছাড়

গ্যাসের দাম বাড়লে তবে গ্রাহকদের স্বস্তি দিয়ে ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন কিছু গ্রাহকরা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই ছাড়ের ভুর্তকী সরাসরি স্থানান্তরিত হবে গ্রাহকদের অ্যাকাউন্টে। 

38
কোন গ্রাহকরা পাবেন এই সুবিধা?

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যাঁদের সিলিন্ডার রয়েছে তারাই এই সুবিধা ভোগ করতে পারবেন। এই প্রকল্পের অধীনে কিছু গ্রাহক গ্যাসের দামে ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। 

48
উজ্জ্বলা যোজনায় গ্যাসের দাম কত?

যেখানে সাধারণ গ্রাহকদের জন্য সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা। সেখানে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের জন্য গ্যাসের দাম ৫৫০  টাকা। ফলে প্রায় ৩০০ টাকা ছাড় পান এর অধীনে থাকা গ্রাহকরা।

58
কারা পান উজ্জ্বলা যোজনায় গ্যাস

ভারতে প্রায় ১০ কোটিরও বেশি দরিদ্র মহিলারা উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাস পান। ফলে গরিব মহিলাদের কাঠের জ্বালানির দূষণ থেকে মুক্তি দিতে কেন্দ্র সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

68
কবে থেকে চালু উজ্জ্বলা যোজনা

ভারতে ১ মে ২০১৬ সাল থেকে চলে আসছে উজ্জ্বলা যোজনা। এটি প্রথম শুরু হয়েছিল উত্তর প্রদেশের বালিয়া জেলা থেকে। পরে তা ধীরে ধীরে সারা ভারতের দরিদ্র মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগের ব্যবস্থা করে। 

78
উজ্জ্বলা যোজনায় কীভাবে নাম নথিভুক্ত করবেন?

উজ্জ্বলা যোজনায় গ্য়াস নিতে হলে সবার আগে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং বিপিএল রেশন কার্ড থাকতে হবে। এছাড়াও যাদের বাড়িতে আগে থেকে এলপিজি গ্যাসের সংযোগ নেই কেবল তাঁরাই এই সুবিধা ভোগ করতে পারবেন। থাকতে হবে আধার কার্ড এবং ব্য়াঙ্ক অ্যাকাউন্টও। 

88
এখনও পর্যন্ত উজ্জ্বলা যোজনার গ্রাহক কত?

২০২৪ সাল পর্যন্ত উজ্জ্বলা যোজনায় গ্রাহক সংখ্যা ১০ কোটিরও বেশি পরিবার। ২০২৩ সালে প্রায় ৭৫ লক্ষ পরিবারকে নতুন করে উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডারের অনুমোদন দেওয়া হয়। 

Read more Photos on
click me!

Recommended Stories