LPG, UPI, আধার লিঙ্ক থেকে বেতন বৃদ্ধি- ১ জানুয়ারি থেকে বড় বদল আসছে এই ৯ ক্ষেত্রে

Published : Dec 27, 2025, 12:57 PM IST

২০২৬ সাল থেকে একাধিক আর্থিক ও প্রশাসনিক নিয়মে বড় পরিবর্তন আসছে। LPG, UPI, প্যান-আধার লিঙ্ক থেকে শুরু করে অষ্টম পে কমিশন এবং গাড়ির দাম বৃদ্ধি পর্যন্ত মোট ৯টি ক্ষেত্রে এই বদলগুলি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে।

PREV
110

আর মাত্র কদিনের অপেক্ষা। ২০২৫-কে বিদায় জানিয়ে ২০২৬-কে স্বাগত জানানোর পালা। এই নতুন বছরে আর্থিক প্রশাসনিক নিয়মে আসতে চলছে বড় বদল। যার সরাসরি প্রভাব পড়বে আমাদের মতো সাধারণ মানুষের ওপর। LPG, UPI, আধার আপডেট থেকে বেতন বৃদ্ধি- এমন ৯টি ক্ষেত্রে আসতে চলেছে বদল।

210

ডিজিটাল জালিয়াতি রুখতে নতুন বছরে UPI লেনদেন এবং সিম যাচাইকরণ কঠিন হচ্ছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপের দ্বারা প্রতারণা ঠকাতে নতুন নিয়ম কার্যকর হবে ১ জানুয়ারি থেকে।

310

প্যান- আধার লিঙ্ক করার সময়সীমা ডিসেম্বরের শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক না করা হলে ১ জানুয়ারি থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আইনটিআর ফাইল, রিফান্ড, ব্যাঙ্কিং পরিষেবা বা সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হবে।

410

১ জানুয়ারি থেকে এলপিজি গ্যাসের দাম পুনর্নিধারিত হবে। ১ জানুয়ারি থেকে বাড়তে পারে রান্নার গ্যাসের দামও। আবার কমতেও পারে। পরিবর্তন হবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।

510

১ জানুয়ারি থেকে সংশোধন হতে পারে CNG, PNG, ATF-র দাম। যার প্রভাব পড়বে বিমানযাত্রার খরচের ওপর।

610

আগামী বছর নতুন আয়কর আইন কার্যকর হবে। তবে জানুয়ারি থেকেই আপনি নতুন আইটিআর ফর্ম ও নিয়মাবলি জানতে পারবেন।

710

২০২৬ সালের বড় চমক হল অষ্টম পে কমিশন। চলতি বছরেই এর ঘোষণা করেছে মোদী সরকার। ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই অষ্টম পে কমিশন। এটি বাস্তবায়নে সময় লাগলেও তা কার্যকার হবে ১ জানুয়ারি থেকে।

810

১ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পেতে চলেছে অনেকে। রাজ্যে ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক হতে পারে। তেমনই ফসল বীমা প্রকল্পে বন্যপ্রাণীর ক্ষতির রিপোর্ট ৭২ ঘন্টার মধ্যে জানালে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকবে।

910

নিসান, বিএনডপ্লিউ, এমজি মোটর, রেনল্ট, অ্যাথার এনার্জির মতো সংস্থা ১ জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়াবে। ৩ হাজার টাকা থেকে শুরু করে ৩ শতাংশ পর্যন্ত। টাটা মোটরস ও মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছে।

1010

১ জানুয়ারি থেকে এসবিআই, পিএনবি, এইচডিএফসি-সহ একাধিক ব্যাঙ্কে ঋণের সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার নতুন বছরে ফিক্সড ডিপোজিটের সুদের হারেও আসবে বদল।

Read more Photos on
click me!

Recommended Stories