Bajaj Pulsar 150: নতুন লুকে বাজারে এল পালসার ১৫০, দাম এবং ফিচার জানেন?
Bajaj Pulsar 150: ভারতের অন্যতম জনপ্রিয় বাইক হল Bajaj Pulsar 150। নতুন রঙ, গ্রাফিক্স, LED হেডলাইট এবং ইন্ডিকেটরের মতো আপডেট সহ আবার বাজারে লঞ্চ হয়েছে এই অন্যতম মডেলটি। এটির দাম এবং বিশেষ ফিচারগুলি একবার দেখে নিন।
13

Image Credit : Google
নতুন বাজাজ পালসার ১৫০
নতুন বছরকে স্বাগত জানানোর আগেই, ভারতীয় টু-হুইলার বাজারে বাজাজ পালসার ১৫০ নতুন লুকে লঞ্চ হয়েছে। তরুণ প্রজন্মের কাছে অন্যতম প্রিয় এই বাইকটি এবার কিছু নতুন পরিবর্তন নিয়ে বাজারে এসেছে।
23
Image Credit : Google
নতুন পালসার ১৫০-এর দাম কত?
মডেলটির এক্স-শোরুম মূল্য ১,০৮,৭৭২ টাকা থেকে শুরু এবং সর্বাধিক ১,১৫,৪৮১ টাকা পর্যন্ত। ডিজাইনে কোনও বড় পরিবর্তন না থাকলেও, নতুন রঙ এবং গ্রাফিক্স বাইকটিকে উন্নতমানের একটি আধুনিক লুক দিয়েছে। LED হেডলাইট এবং ইন্ডিকেটর যোগ করা হয়েছে।
33
Image Credit : Google
বাজাজের নতুন বাইক
ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হয়নি। এটিতে রয়েছে ১৪৯.৫সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা ১৩.৮ bhp শক্তি এবং ১৩.২৫ Nm টর্ক জেনারেট করে। বাইকটি গড়ে ৪৫-৫০ কিমি/লিটার মাইলেজ দেয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos

