
Lucknow milkman arrested: শিব ঠাকুরের পুজোয় ব্যবহার করা হয় জেনে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার আগে দুধে থুতু মেশাত এক ব্যক্তি! এমনই অভিযোগ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের (Lucknow) বাসিন্দা লব শুক্লার (Luv Shukla)। অভিযুক্ত দুধ বিক্রেতার নাম মহম্মদ শরিফ ওরফে পাপ্পু (Pappu)। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুধের পাত্র নিয়ে নির্দিষ্ট বাড়িতে পৌঁছে কলিং বেল বাজানোর আগে দুধে থুতু ফেলে তারপর সেই বাড়ির লোকের হাতে দুধের পাত্র তুলে দিচ্ছে পাপ্পু। এই ঘটনা প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হয়েছে তাকে। অভিযোগকারী এই দুধ বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। হিন্দুত্ববাদী সংগঠনগুলিও এই ঘটনায় সরব হয়েছে। পাপ্পু বিরুদ্ধে 'থুতু জিহাদ'-এর অভিযোগ উঠেছে।
দুধে থুতু মেশানোর অভিযোগ গোমতী নগর থানায় (Gomti Nagar police station) যায় শুক্লা পরিবার। তদন্তে জানা গিয়েছে, কাউকে আসল নাম বলত না এই দুধ বিক্রেতা। সে পাপ্পু নামই ব্যবহার করত। উত্তরপ্রদেশে এখন কাঁওয়ার যাত্রা (Kanwar Yatra) চলছে। এর মধ্যে মুজফফরনগরে (Muzaffarnagar) এক মহিলার গায়ে থুতু ছেটানোর অভিযোগে উসমান (Usman) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে দুধে থুতু মেশানোর অভিযোগ প্রকাশ্যে আসায় সরব অখিল ভারতীয় হিন্দু মহাসভা (Akhil Bharat Hindu Mahasabha)। গোমতী নগর থানায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এই হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা। তাঁদের দাবি, পাপ্পুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র শিষ্য চতুর্বেদী বলেছেন, ‘থুতু জিহাদের ঘটনা বাড়ছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে কঠোর ব্যবস্থা নিতে হবে। কাঁওয়ার যাত্রার সময় এই ঘটনা ঘটেছে। শিবঠাকুরের পুজোয় ব্যবহার করা হয় দুধ। ফলে এটি গুরুতর ঘটনা।’
দুধে থুতু মেশানোর অভিযোগ প্রসঙ্গে পুলিশ আধিকারিক শশাঙ্ক সিং বলেছেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুধে থুতু ফেলছে দুধ বিক্রেতা। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।