ভারতই শুধু নয়, সারা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ জঙ্গি হামলা ২৬/১১। এই হামলার অন্যতম এক চক্রীকে এবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে নিয়ে আসা হচ্ছে।
২৬/১১ মুম্বই হামলার সঙ্গে সরাসরি জড়িত একমাত্র পাকিস্তানি জঙ্গি মহম্মদ আজমল কাসবকে মুম্বইয়ের কারাগারে রাখা হয়েছিল। তারপর তার মৃত্যুদণ্ড হয়। এবার ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানাকে ভারতে প্রত্যর্পণে সম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রানাকেও ভারতে নিয়ে আসার পর মুম্বইয়ের কোনও কারাগারে রেখেই আদালতে বিচার প্রক্রিয়া চলবে। এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়েছেন, '২৬/১১ হামলার মাস্টারমাইমন্ড তাহাউর রানার প্রত্যর্পণের বিষয়ে রাজি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে আমেরিকার নিরাপত্তায় রাখা হয়েছিল। ওরা ওকে প্রত্যর্পণে রাজি হচ্ছিল না। প্রধানমন্ত্রী মোদীর চেষ্টার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প রাজি হয়েছেন। আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ ঘটনা। এর জন্য আমি মোদীজিকে ধন্যবাদ জানাতে চাই।'
মুম্বইয়ের জেলেই রাখা হবে রানাকে
মুম্বইয়ে জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল রানা। এই কারণে তাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে এসে মুম্বইয়ের কারাগারেই রাখা হবে। এখন থেকেই কারাগারে নিরাপত্তা বৃদ্ধির ব্যবস্থা করছে মহারাষ্ট্র সরকার। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়েছেন, 'আমরা এর আগে মহম্মদ আজমল কাসবকে রেখেছি। ফলে মুম্বইয়ের জেলে রানাকে রাখা কোনও ব্যাপার না।'
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর কাকে প্রত্যর্পণ?
মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের ওয়ান্টেড অপরাধীদের মধ্যে আছে আনমোল বিষ্ণোই, গোল্ডি ব্রার। লোকসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ‘বিদেশমন্ত্রকের রেকর্ড অনুযায়ী, পলাতক অপরাধীদের প্রত্যর্পণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ৬৫ বার আবেদন জানানো হয়েছে। এর মধ্যে মাত্র ১১ বার ভারতের আবেদনে সাড়া দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।’ তবে এবার রানার প্রত্যর্পণে সম্মতি জানিয়েছেন ট্রাম্প। ফলে আশা তৈরি হয়েছে, ভারতের আবেদনে সাড়া দিয়ে অন্য ওয়ান্টেড অপরাধীদেরও প্রত্যর্পণে সম্মতি জানাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে বিদেশমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রক। প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর ফলপ্রসূ হয়েছে বলেই জানা গিয়েছে। এই সফর থেকে একাধিক প্রাপ্তি হয়েছে ভারতের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ, পঞ্চতন্ত্রের গল্প উপহার নরেন্দ্র মোদীর
'বাংলাদেশের বিষয়টি আমি মোদীর ওপর ছাড়তে চাই', বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
এবার দেশে ফিরবে মুম্বই হামলার মাথা তাহাউর? বড় সাফল্য মোদীর! ভারতের দাবিকে মান্যতা ট্রাম্পের