ভোটারদের প্রলোভিত করার জন্য উপহার ও অর্থ বিতরণ রোধ করতে নির্বাচন কমিশনের আধিকারিকরা নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছেন।
মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে আগত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার এবং ব্যাগ তল্লাশি করেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। বিরোধী নেতাদের ব্যাগ ব্যাপকভাবে তল্লাশি করা হচ্ছে বলে অভিযোগের প্রেক্ষিতে অমিত শাহের ব্যাগ এবং হেলিকপ্টারও তল্লাশি করা হয়েছে। হেলিকপ্টারের ভিতরে আধিকারিকরা তাঁর ব্যাগ তল্লাশি করার ভিডিও অমিত শাহ নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
বিজেপি ন্যায্য ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী এবং নির্বাচন কমিশনের সকল নিয়ম মেনে চলবে বলে অমিত শাহ জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ায় আমাদের সকলের অবদান রাখা উচিত এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র হিসেবে ভারতকে টিকিয়ে রাখতে আমাদের কর্তব্য পালন করা উচিত বলেও তিনি উল্লেখ করেন।
আচরণবিধি কার্যকর হওয়ার পর, ভোটারদের প্রলোভিত করার জন্য উপহার ও অর্থ বিতরণ রোধ করতে নির্বাচনী আধিকারিকরা নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছেন। শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে সোমবার যবতমালে পৌঁছালে নির্বাচনী আধিকারিকরা তাঁর তল্লাশি চালান। এই ভিডিও শেয়ার করে ঠাকরে প্রশ্ন তুলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যাগও কি এভাবে তল্লাশি করা হয়?
মঙ্গলবার লাতুরে উদ্ধব ঠাকরের ব্যাগ আবার তল্লাশি করা হয়। উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে এই ভিডিও এক্স-এ শেয়ার করেন। বিতর্কের পর, নির্বাচন কমিশনের আধিকারিকরা দেবেন্দ্র ফড়নবিশ, একনাথ শিন্ডে এবং কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর ব্যাগ ও হেলিকপ্টারও তল্লাশি করেন। ২৮৮টি আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন ২০ নভেম্বর এক দফায় অনুষ্ঠিত হবে। তিন দিন পর ভোট গণনা করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।