কেন মাংস না দিয়ে ঝোল দিয়েছে! উত্তরপ্রদেশে বিজেপি সাংসদের 'মাটন পার্টি'-তে তুমুল মারপিট

Published : Nov 15, 2024, 06:39 PM IST
Clash Erupts Over Mutton Curry

সংক্ষিপ্ত

নেতার বাড়ির ‘মাটন পার্টি’ ঘিরে ধুন্ধুমার। 

সবাই খেতে চেয়েছিলেন মাংস। কিন্তু পাওয়া গেল শুধু ঝোল। ব্যস, তারপরই একেবারে ধুন্ধুমার কাণ্ড। বিজেপি সাংসদের ‘মাটন পার্টি’ পরিণত হল রণক্ষেত্রে। খাওয়াদাওয়ার মাঝপথে মাংস আর ঝোল নিয়ে রীতিমতো মারামারি তুঙ্গে উঠল। ফলে, পার্টি ছেড়ে পালিয়ে বাঁচলেন অতিথিরা। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভদোহী জেলায়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভদোহীর বিজেপি সাংসদ বিনোদ বিন্দ মির্জাপুরের দলীয় কার্যালয়ে একটি ‘মাটন পার্টি’র আয়োজন করেন। এলাকার গ্রাম থেকে প্রায় ২৫০ জন ওই পার্টিতে এস উপস্থিত হন। দলীয় কার্যালয়ের সামনে চাতালে বসিয়ে খাওয়ানো শুরু হয়। প্রথমদিকে সব ঠিকঠাকই চলছিল। মাংস আর রুটি পরিবেশন করা হচ্ছিল গ্রামবাসীদের মধ্যে। সবাই যখন খেতে ব্যস্ত, ঠিক সেই সময় সাংসদের নিজের গাড়িচালকের ভাই কার্যালয়ে আসেন।

সূত্রের খবর, সাংসদের গাড়িচালক ভাইও খাবার পরিবেশন করা শুরু করে দেন। সেই সময় এক যুবকের পাতে মাংসের বদলে শুধু ঝোল দিয়েছিলেন বলে দাবি উঠছে। কেন মাংস না দিয়ে শুধু ঝোল দেওয়া হল, তা নিয়েই শুরু হয়ে যায় গন্ডগোল।

এরপর তর্কাতর্কি থেকেই পরিস্থিতি একেবারে হাতাহাতিতে গিয়ে পৌঁছয়। আর এই পরিস্থিতিতে তাই দুই পক্ষের বেশ কয়েকজন ওই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এমনকি, খাবারের পাত্রও উল্টে দেওয়া হয়। মাংস, ঝোল সব ফেল দেওয়া হয় বলেও অভিযোগ।

শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, দুপক্ষের মধ্যে দেদার লাথি, ঘুষি আরম্ভ হয়ে যায়। এই পরিস্থিতিতে ভয় পেয়ে খাবার ফেলেই পালাতে শুরু করেন গ্রামবাসীরা। এদিকে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, সাংসদের কার্যালয়ের দায়িত্বে থাকা ঊমাশঙ্কর বিন্দে দাবি করেছেন, একটি গ্রাম থেকে বেশ কয়েকজন মদ্যপান করে কার্যালয়ে ঢুকে পড়েন। তারাই গন্ডগোল করার চেষ্টা করেন। যদিও তাদের তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!