সাভারকর-কে ভারত রত্ন, ভোটের আগে কল্পতরু বিজেপি, প্রতিশ্রুতির তালিকায় রয়েছে আর কী

Published : Oct 15, 2019, 02:43 PM ISTUpdated : Oct 21, 2019, 02:08 AM IST
সাভারকর-কে ভারত রত্ন, ভোটের আগে কল্পতরু বিজেপি, প্রতিশ্রুতির তালিকায় রয়েছে আর কী

সংক্ষিপ্ত

২১ অক্টোবর মহারাষ্ট্রের ভোট তার প্রকাশিত হল বিজেপির ইস্তেহার এক কোটি নতুন চাকরি, সবার জন্য ঘরের মতো বিরাট প্রতিশ্রুতি দেওয়া হল তিন মারাঠা কৃতী সন্তানকে ভারতরত্ন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে

সামনেই মহারাষ্ট্রের ভোট। তার আগে রাজ্যের জন্য ইস্তেহার প্রকাশ করল বিজেপি। বোটকে মাথায় রেখে এক কোটি নতুন চাকরি, সবার জন্য ঘর, মূল্যবোধ ভিত্তিক শিক্ষার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিল বিজেপি। একইসঙ্গে রাজ্যের ভূমিপুত্র ও কন্যাদের ভারতরত্ন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক, বিজেপির মহারাষ্ট্র রাজ্যের ইস্তেহারে কী কী বলা হল।

- গ্রামীন এলাকায় আগামী পাঁচ বছরে ৩০০০০ কিলোমিটার রাস্তা

- ১ কোটি নতুন কর্মসংস্থান

- সকলের জন্য বাসস্থানের ব্যবস্থা

- মহারাষ্ট্রে জলের ঘাটতি দূরিকরণ

- মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রলন

- তিন মারাঠা সন্তান, বিনায়ক দামোদর সাভারকর, জ্য়োতি রাও ফুলে ও সাবিত্রী বাই ফুলে-কে ভারতরত্ন দেওয়ার জন্য কেন্দ্রে আবেদন

PREV
click me!

Recommended Stories

মেসির ইভেন্টে সুপার সানডে মুম্বইতে, শচীন জার্সি উপহার দিয়ে লিখলেন 'দিনটা ছিল ১০/১০ '
নিতিন নবীনের নিয়োগ নিয়ে কটাক্ষ বিরোধীদের, কংগ্রেস বলল প্রক্রিয়ার অভাব