
Maharashtra Governor CP Radhakrishnan: রবিবারই মুম্বইয়ের (Mumbai) বিখ্যাত শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak Temple) পুজো দিতে গিয়েছিলেন। এদিনই এনডিএ-র (National Democratic Alliance) উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হল। মেয়াদ শেষ হওয়ার আগেই স্বাস্থ্যের কারণে সরে যাওয়া জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) পরিবর্তে এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। রবিবার বিজেপি সংসদীয় দলের (BJP Parliamentary Board) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধনকড় পদত্যাগ করার পর থেকেই তাঁর পরিবর্তে কে নতুন উপরাষ্ট্রপতি হবেন, সে বিষয়ে জল্পনা চলছিল। এবার এনডিএ-র প্রার্থীর নাম জানা গেল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের (NDA Parliamentary Party) বৈঠকে যোগ দিতে পারেন রাধাকৃষ্ণন। তিনি উপরাষ্ট্রপতি নির্বাচনে জয় পাবেন বলে আশায় বিজেপি।
১৯৫৭ সালের ২০ অক্টোবর তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুপ্পুরে (Tiruppur) জন্মগ্রহণ করেন এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী। পুরো নাম চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণন (Chandrapuram Ponnuswamy Radhakrishnan)। তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তামিলনাড়ুতে বিজেপি রাজ্য সভাপতি ছিলেন। তিনি রাজনীতিবিদ হিসেবে আরও অনেক দায়িত্ব সামলেছেন। পরবর্তীকালে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ জুলাই পর্যন্ত ঝাড়খণ্ডের (Jharkhand) রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত পুদুচেরির (Puducherry) উপরাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন রাধাকৃষ্ণন। এরপর তিনি ২০২৪ সালের ৩১ জুলাই মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এবার তিনি উপরাষ্ট্রপতি হতে পারেন।
৭ অগাস্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়া এবং প্রত্যাহারের দিনও জানিয়েছে নির্বাচন কমিশন। ফলে এনডিএ-র পাশাপাশি ইন্ডিয়া (INDIA) শিবিরেও উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে ইন্ডিয়া-র উপরাষ্ট্রপতি প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।