Maharashtra: সোনমকাণ্ডের ছায়া মহারাষ্ট্রে ! বিয়ের একমাসের মধ্যেই স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

Published : Jun 12, 2025, 11:20 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Maharashtra  News: সোনমকাণ্ডের মধ্যেই প্রকাশ্যে এলো আরও এক নৃশংস হত্যাকাণ্ডের খবর। বিয়ের একমাসের মধ্যে স্ত্রীর  হাতে খুন স্বামী।  কোথায় ঘটেছে এমন ঘটনা? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

সাংলি: সোনমকাণ্ডের রহস্য ভেদ হতে না হতেই ফের প্রকাশ্যে এলো আরও একটি হত্যাকাণ্ডের খবর! বিয়ের মাত্র একমাসের মধ্যে স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মেঘালয়ের মধুচন্দ্রিমা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর মোড়ের মধ্যেই মহারাষ্ট্রের সাংলিতে আরও একটি নৃশংস ঘটনা সামনে এসেছে।

পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের সাংলিতে একজন ২৭ বছর বয়সী মহিলা তাঁর ৫৪ বছর বয়সী স্বামীকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বট পূর্ণিমার দিন। যা মহারাষ্ট্রের বিবাহিত মহিলাদের জন্য একটি পবিত্র উৎসব। অনেকটা করবা চৌথের মতো বলে জানা গিয়েছে। 

এদিকে মেঘালয়ে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের সঙ্গে এই ঘটনার এক অস্বাভাবিক মিল রয়েছে। বিয়ের মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, যে দিনে স্ত্রীরা তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন, সেই রাতই পরিণত হয়েছিল এক বিভীষিকাময় হত্যাকাণ্ডে। অভিযুক্ত স্ত্রী তাঁর স্বামীকে মাথায় কুঠার দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিল তানাঙ্গি লোখান্ডে (Anil Tanaji Lokhande) নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীর হাতেই খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে, আনুমানিক রাত ১১:৩০ থেকে ১২:৩০-এর মধ্যে। অভিযোগের তির নিহতের স্ত্রী রাধিকা বালকৃষ্ণ ইংলে (Radhika Balkrishna Ingle)-এর দিকে। পুলিশ জানিয়েছেন, রাধিকা তাঁর স্বামী অনিলের মাথা ও হাতে কুঠার দিয়ে একাধিকবার আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই অনিলের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ রাধিকাকে আটক করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। বিয়ের মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল, যা মেঘালয়ের সম্প্রতি ঘটে যাওয়া মধুচন্দ্রিমা হত্যাকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

মহারাষ্ট্রের সাংলিতে অনিল তানাঙ্গি লোখান্ডে নামের এক ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই ঘটনায় অনিলের নববিবাহিতা স্ত্রী রাধিকা বালকৃষ্ণ ইংলেকে (Radhika Balkrishna Ingle) আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, , অনিল লোখান্ডে তাঁর প্রথম স্ত্রীকে ক্যান্সারে হারিয়েছিলেন। তাঁর দুই মেয়ে বিবাহিত এবং তাঁরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। একাকীত্ব এবং অসুস্থতার কারণে অনিল নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন। এই পরিস্থিতিতে তাঁর আত্মীয়-স্বজনরা উদ্যোগ নিয়ে সাতারা জেলার ওয়াদি গ্রামের বাসিন্দা রাধিকার সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে দেন। গত ১৭ মে তাঁদের বিয়ে হয়েছিল, অর্থাৎ বিয়ের মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটল।

রাধিকাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে হত্যাকাণ্ডের সঠিক উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং তদন্ত চলছে। এত অল্প সময়ের মধ্যে দাম্পত্য কলহ নাকি অন্য কোনও কারণ, তা জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে ঘটনার খবর চাউর হতেই স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়