Raja Raghuvanshi Case: রাজার পরিবারের পাশেই সোনমের দাদা, বোনের ফাঁসি চেয়ে বিস্ফোরক দাবি গোবিন্দর

Published : Jun 12, 2025, 10:17 AM IST
Sonam Raj Kushwaha Photo

সংক্ষিপ্ত

Raja Raghuvanshi Death News: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে বিস্ফোরক সোনমের দাদা। কী বলছেন তিনি? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Raja Raghuvanshi Death News: 'হানিমুন' মার্ডার কেসের পরতে পরতে রহস্য। রাজা রঘুবংশী খুনের ঘটনায় বোন সোনমই যে আসল অপরাধী সে কথা স্বীকার করে নিলেন সোনমের দাদা গোবিন্দ। সাংবাদিক বৈঠক করে রীতিমত বোনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সোনমের দাদা বলেন, ''এখনও পর্যন্ত যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাতে নিশ্চিত সোনমই খুনটা করেছে। আমরা সোনমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। রাজার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।'' নিহত রাজা রঘুবংশীর বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ক্ষমা চেয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান সোনমের দাদা গোবিন্দ।

তিনি আরও বলেন, ''সোনম এখনও পর্যন্ত নিজের কৃতকর্মের অপরাধ স্বীকার করেনি। ওর সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি। আমরা সোনমের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। রাজার পরিবারের পাশে রয়েছি। রাজার পরিবারের পাশে থেকে লড়াই করব।'' অন্যদিকে রাজার দাদা বিপিন রঘুবংশী বলেন, ''গোবিন্দ আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল। ও আসবে বলেছিল। এবং ও স্বীকার করতে চায় যে ওর বোন ভুল করেছে। গোবিন্দ বলতে চেয়েছিল যে ওর বোন (সোনম) যে ভুল করেছে তার জন্য ওকে ফাঁসি দেওয়া হোক।''

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়