রাজনৈতিক প্রচারে গিয়ে সটান কোলে তুলে নিলেন এক বয়স্ক মহিলাকে! তারপর তাঁকে দুই বাহুতে ধরে দোলাতে থাকলেন দীর্ঘক্ষণ!
কৌতুকপূর্ণ আচরণের জন্য রাজনৈতিক নেতাদের মধ্যে বেশ বিখ্যাত তেলঙ্গানার শ্রম মন্ত্রী মাল্লা রেড্ডি। শুক্রবার, একটি প্রচারাভিযান অনুষ্ঠানে গিয়ে একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেললেন তিনি। রাজনৈতিক প্রচারে গিয়ে সটান কোলে তুলে নিলেন এক বয়স্ক মহিলাকে! তারপর তাঁকে দুই বাহুতে ধরে দোলাতে থাকলেন দীর্ঘক্ষণ! তাঁর সেই কাণ্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।