ইপিএফের সুদ কমানো প্রসঙ্গে বিজেপি সরকারকে তোপ মমতার, উত্তর প্রদেশ জয়ের পর 'গিফট কার্ডের' সঙ্গে তুলনা

উত্তর প্রদেশ (Uttar Pradesh) সহ চার রাজ্যে বিপূল জয় পেয়েছে বিজেপি (BJP)। এই ফলাফলে উচ্ছ্বসিত পদ্ম শিবির। শনিবার কেন্দ্রীয় সরকারের (Central Government)তরফ থেকে ইপিএফের সুদের (EPFO) হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।
 

সদ্য ঘোষিত ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলে ৪ রাজ্যে অভূতপূর্ব ফল করেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। বিশেষ করে উত্তর প্রদেশ (Uttar Pradesh)জয় লোকসভা ভোটের আগে বাড়তি উজ্জীবিত করেছে পদ্ম শিবিরকে। গতবছর বাংলার নির্বাচনে শোচনীয় ভরাডুবির পর এই রেজাল্ট বিজেপিকে অনেকটাই শক্তি জুগিয়েছে। ফলাফলের দিন সন্ধ্যা বেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) সাফ জানিয়ে দিয়েছেন উত্তর প্রদেশ সহ চার রাজ্যে বিজেপি সাল্য ২০২৪ লোকসভা ভোটের দিক নির্ণয় করে দিয়েছে। কিন্তু এখনও দমতে রাজি নন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় সরকারের (Central Government) নানা সিদ্ধান্তকে আক্রমণ করে পিছ পা হচ্ছেন না তিনি। এবার ইপিএফের সুদের হার কমানো নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় (Social Media)তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড (ইপিএফ)-এ সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের এনডিএ সরকার।  শনিবার জানা যায়, ২০২১-২২ অর্থবর্ষে ইপিএফ-এর সুদের পরিমাণ সাড়ে ৮ শতাংশ থেকে কমে সুদের পরিমাণ হতে চলেছে ৮.১ শতাংশ। ফলে অনেকেই আশঙ্কা করেছেন, এর ফলে মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ পড়তে চলেছে। কেন্দ্রের এই সিদ্দান্ত নিয়ে রবিবারই নেট মাধ্যমে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘উত্তরপ্রদেশের ভোটে জয়লাভের পরই গিফট কার্ড নিয়ে এল বিজেপি সরকার! গত চার দশকে কর্মচারীদের আমানত তহবিলে সুদের হার সবচেয়ে নিচে নামিয়ে আনা হয়েছে।’ তিনি আরও লেখেন, ‘এর ফলে মহামারির পর দেশের মধ্য ও নিম্ন মধ্যবিত্ত কর্মচারীদের উপর আর্থিক চাপ বাড়বে।’ এছাড়াও মমতা লিখেছেন,‘জনবিরোধী, শ্রমিক-বিরোধী পদক্ষেপটি বর্তমান কেন্দ্রীয় সরকারের আসল রূপ প্রকাশ করেছে। কৃষক, শ্রমিক এবং মধ্যবিত্তদের স্বার্থ দেখার পরিবর্তে এই সরকার বৃহৎ পুঁজির স্বার্থ সমর্থন করে।’

Latest Videos

 

 

 

 

এর আগেও কেন্দ্রীয় সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃনমূল সূত্রে খবর, এবার  ইপিএফের সুদের হার কমানো  সহ একাধিক কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে পারে তৃণমূল কংগ্রেস। কলাকাতার রাস্তায় দলের পক্ষ থেকে  মিটিং-মিছিলের পাশাপাশি সংসদে তণমূল সাংসদদে বিষয়টি নিয়ো সোচ্চার হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, একদিকে যেখানে চার রাজ্যে বিজেপির জয়ের ডঙ্কাকে কাজে লাগিয়ে ফের একবার দেশ জুড়ে মোদী ঝড় বা পদ্ম ঝড় তুলে ২০২৪-এ ক্লিন স্যুইপ করার ঘুঁটি সাজাচ্ছে পদ্ম শিবির। সেখাবে জাতীয় স্তরে লোকসভা ভোটের আগে বিজেপি ওয়াক ওভার দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্য়ায়। লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury