অবিজেপি রাজ্যে বিজেপি রাজ্যপালদের ব্যবহার করছে, স্ট্যালিনকে ফোন মমতার

আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে আলোচনা হয় নন বিজেপি রাজ্য গুলিতে কেন্দ্রের শক্তির অপব্যবহার নিয়ে। 

অ-বিজেপি রাজ্য গুলিতে শক্তির অপব্যবহার করছে বিজেপি। এই নিয়ে ফের সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ইস্যুতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (Tamil Nadu chief minister MK Stalin) সঙ্গে ফোনে কথা বলেন তিনি। রবিবার অবিজেপি শাসিত রাজ্যে বিজেপির খবরদারি ও রাজ্যপাল পদের অতিরিক্তি সক্রিয়তা (misuse of power of Governors) নিয়ে কথা বলেন মমতা। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। 

স্ট্যালিম এরপর একাধিক টুইট করেন। তিনি জানান বিজেপির এই নাক গলানো স্বভাব নিয়ে ক্ষুব্ধ মমতা। বাংলার মুখ্যমন্ত্রী দেশের অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করতে চান। এই বিষয়ে Non Bjp রাজ্য গুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে মিটিং করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। 

Latest Videos

আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে আলোচনা হয় নন বিজেপি রাজ্য গুলিতে কেন্দ্রের শক্তির অপব্যবহার নিয়ে। 

স্ট্যালিন টুইট করে লেখেন, “প্রিয় দিদি, আমাকে ফোন করেছিলেন। সেখানে কথোপকথনে দিদি নিজের উদ্বেগের কথা তুলে ধরেন। সাংবিধানিক কাঠামো কীভাবে বিজেপি ভাঙছে ও ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, তা দিদি বলেন। দেশের অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করতে চান মমতা দিদি।” 

দ্রাবিড় মুনেত্র কাজগাম প্রধান আরও বলেছেন যে তিনি মমতাকে রাজ্যের স্বায়ত্তশাসন বজায় রাখার প্রতিশ্রুতির বিষয়ে আশ্বস্ত করেছেন। "শীঘ্রই দিল্লির বাইরে বিরোধী মুখ্যমন্ত্রীদের সম্মেলন হবে" তিনি টুইট করেছেন।

উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচনের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী জোটের কথা বলে আসছেন। তিনি রীতিমত সক্রিয় হয়েছেন জাতীয় রাজনীতিতে। এই অবস্থায় কংগ্রেসের সঙ্গ তিনি পাচ্ছেন না। কংগ্রেস সূত্রের খবর এখন দিল্লির শীর্ষ নেতৃত্ব মমতাকে নিয়ে দ্বিধাগ্রস্ত। সেই কারণেই কি মমতা আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোটের গড়ার বার্তা দিচ্ছেন, আর সেই ভাবনা থেকেই কি স্ট্যালিনকে ফোন, সমীকরণ লুকিয়ে রয়েছে সময়ের হাতে। 

কারণ এর আগেও মমতা বলেছিলেন, তৃণমূল কংগ্রেস চায় সমস্ত আঞ্চলিক দলগুলি একত্রিত হয়ে লড়াই করুক। আগামী ২০২৪ সালে বিজেপিকে পরাস্ত করুক। কথা প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় তৃণমূল কংগ্রেস ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিছে। এই রাজ্যে সিপিআই(এম)-কে পরাজিত করেছে। এই রাজ্যে কেন্দ্রীয় দল বিজেপিকেও পরাজিত করেছে তৃণমূল কংগ্রেস। তাহলে বিজেপি-কেও পরাজিত করা সম্ভব বলে তিনি মনে করেন।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury