যোগী রাজ্যে পা দিতেই বাড়ল উত্তেজনা, 'জয় শ্রীরাম' স্লোগানে 'স্বাগত' মমতাকে

Published : Mar 02, 2022, 07:08 PM ISTUpdated : Mar 02, 2022, 07:25 PM IST
যোগী রাজ্যে পা দিতেই বাড়ল উত্তেজনা, 'জয় শ্রীরাম' স্লোগানে 'স্বাগত' মমতাকে

সংক্ষিপ্ত

আজ বিকেলের বিমানেই বারাণসীতে পাড়ি দেন মমতা। সেখানে আগামীকাল একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। আর আজ বিমানবন্দর থেকে তাঁর কনভয় যখন কাশী শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই সময় তাঁর কনভয়ের পাশে এক যুবককে 'জয় শ্রীরাম' স্লোগান দিতে দিতে হাতে গেরুয়া পতাকা নিয়ে দৌড়াতে দেখা যায়। 

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) হয়ে প্রচার করতে সবে মাত্র বারাণসীতে পা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। আর বারাণসীতে (Varanasi) পা রাখা মাত্রই 'কটাক্ষ'-এর শিকার হতে হল তাঁকে। যোগী রাজ্যেও তাঁকে লক্ষ্য করে উঠল 'জয় শ্রীরাম' স্লোগান (Jay Sriram Slogan)। না তবে সেখানে অবশ্য এনিয়ে গাড়ি থেকে নেমে তাঁকে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। কার্যত সেই স্লোগানকে পাত্তা না দিতেই এড়িয়ে গিয়েছেন মমতা। 

বাংলায় বিজেপি-র (BJp) তরফে একাধিকবার 'জয় শ্রীরাম' স্লোগান দিতে দেখা গিয়েছে। অনেকবার মমতাকে লক্ষ্য করেই এই স্লোগান দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। তা নিয়ে গাড়ি থেকে নেমে সেই কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল মমতাকে। তারপরও একাধিকবার বাংলায় এই স্লোগান দেওয়া হয়েছে তাঁকে লক্ষ্য করে। আর এবার বারাণসীতেও সেই একই অভিজ্ঞতার শিকার হলেন তিনি। 

 

 

আরও পড়ুন- পুরসভায় বিপুল ভোটে জয় তৃণমূলের, 'মানুষের আশীর্বাদ নিয়ে' উত্তরপ্রদেশে মমতা

আজ বিকেলের বিমানেই বারাণসীতে পাড়ি দেন মমতা। সেখানে আগামীকাল একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। আর আজ বিমানবন্দর থেকে তাঁর কনভয় যখন কাশী শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই সময় তাঁর কনভয়ের পাশে এক যুবককে 'জয় শ্রীরাম' স্লোগান দিতে দিতে হাতে গেরুয়া পতাকা নিয়ে দৌড়াতে দেখা যায়। তাঁর সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত আরও অনেককেই এই স্লোগান দিতে দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে ওই যুবককে আটকায় পুলিশ। অবশ্য সেই স্লোগান শুনে যোগী রাজ্যে অবশ্য গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেননি মমতা। বরং না শোনার ভান করেই গাড়ি নিয়ে সোজা গন্তব্যের উদ্দেশ্যে চলে গিয়েছেন। তবে এখানেই শেষ নয়। আরও একটি জায়গায় কালো পতাকা দেখানো হয় তাঁকে। তার সঙ্গেও ওঠে 'জয় শ্রীরাম' ধ্বনি। বিক্ষোভকারীদের দূরে সরিয়ে যথাসাধ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।

আরও পড়ুন- প্রধানমন্ত্রী মোদীর মায়ের ওজনের সমান সোনা দান কাশী বিশ্বনাথ মন্দিরে, সেজে উঠছে গর্ভগৃহ

মমতা বারাণসীতে পা রাখার সঙ্গে সঙ্গেই কিছুটা হলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কার্যত মুখোমুখি দাঁড়িয়ে মমতা ও মোদীর নামে স্লোগান দিতে শুরু করেন বিজেপি ও সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকরা। তবে সেখানে কোনও গন্ডগোল হয়নি। শুধু মুখোমুখি দাঁড়িয়ে বিজেপি সমর্থকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ধরে চিৎকার করতে শোনা গিয়েছে। আর অন্যদিকে পাল্টা সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকদের মমতার নাম ধরে চিৎকার করতে শোনা গিয়েছে। 

 

 

আরও পড়ুন- পাঁচ রাজ্যে ফল ঘোষণার আগেই পরবর্তী পদক্ষেপের খসড়া তৈরি হাত শিবিরের

একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল ভোটে জয়ী হওয়ার পর এখন অন্য রাজ্য জয়ের চেষ্টায় ঘাসফুল শিবির। তবে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে লড়ছে না তৃণমূল। সেখানে সমাজবাদী পার্টিকে সমর্থন জানিয়েছে তারা। আর তার জন্যই অখিলেশ যাদবের হয়ে প্রচারে একাধিকবার সেখানে যাচ্ছেন মমতা। আগামীকাল অখিলেশের সঙ্গে একটি সমাবেশে অংশ নেবেন তিনি। কাশী বিশ্বনাথ মন্দিরেও তাঁর যাওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষ করে ৪ মার্চ কলকাতায় ফিরবেন মমতা। এদিকে আজ বারাণসীতে পা দিয়েই এই অভিজ্ঞতার শিকার হতে হল তাঁকে। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র