জানা গিয়েছে রবিবার রাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নম্বরেই ফোন করেছিলেন ওই ব্যক্তি। ফোনটি ধরেন প্রোটোকল অফিসার আনন্দ সিং রাওয়াত। ওই ফোনেই লাগাতার বোমা হামলা চালিয়ে 'হর কি পৌরী' উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরই পুলিশ ও গোয়েন্দা বিভাগকে ওই ফোন কলটির বিষয়ে জানানো হয়।
অযোধ্য়া জমি মামলার রায় ঘোষণার ২৪ ঘন্টা পরই হরিদ্বারের বিখ্যাত 'হর কি পৌরী'-তে বোমা হামলার হুমকি এল। রবিবার রাতে সরাসরি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীবেন্দ্র সিং রাওয়াতের কাছে এইরকম একটি ফোন আসে। উত্তরাখণ্ডের পুলিশ অবশ্য দ্রুতই ওই ব্যক্তিকে সনাক্ত করে সোমবার সকালে তাঁকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে রবিবার রাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নম্বরেই ফোন করেছিলেন ওই ব্যক্তি। ফোনটি ধরেন প্রোটোকল অফিসার আনন্দ সিং রাওয়াত। ওই ফোনেই লাগাতার বোমা হামলা চালিয়ে 'হর কি পৌরী' উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরই পুলিশ ও গোয়েন্দা বিভাগকে ওই ফোন কলটির বিষয়ে জানানো হয়।
ফোন নম্বরের সূত্র ধরে সহজেই ওই ব্যক্তিকে খুঁজে বের করে পুলিশ। আশ্চর্যের বিষয় হল, উত্তরাখণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল (আইন শৃঙ্খলা) অশোক কুমার জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তির সন্ধান মেলে, যে স্থানটি সে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, সেই হর কি পৌরী থেকেই।
অভিযুক্তের নাম এখনও প্রকাশ করেনি পুলিশ। কী কারণে সে এমন হুমকি দিয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। ওই ব্যক্তির কোনও মানসিক সমস্যা আছে, না কি তার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে, সেই সবও খতিয়ে দেখা হচ্ছে।