ট্রেনের কামরায় ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য যোগীরাজ্যে

  • ঝাঁসিতে ট্রেনের কামরায় ঝুলন্ত দেহ
  • প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ট্রেন
  • তখনই দেখা যায় কেউ একজন ঝুলছে
  • পুলিশ এসে দেহ  উদ্ধার করে

ঝাঁসি কানপুর প্যাসেঞ্জার ট্রেনের কামরা তখন ফাঁকা যাত্রীরা কেউ নেই ট্রেনে ঠিক এমন সময়ে কোনও একজনের চোখে পড়ল, কামরার ভেতর সিলিং ফ্যান থেকে ঝুলছে এক ব্যক্তিখবর গেল রেল পুলিশের কাছেপুলিশ এলখানিক চাঞ্চল্য ছড়ালমাঝবয়সি ওই ব্যক্তির সঙ্গে কেউ ছিলেন কিনা তা খোঁজ করা হল কিন্তু কাউকেই পাওয়া গেল না খানিক্ষণের জন্য দিশেহারা হয়ে পড়ল পুলিশও কারণ, বাড়িতে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যাই হোক কি খুন, তেমন ঘটনা আকছার ঘটেএমনকি ট্রেনের সামনে ঝাঁপ দিয়েও আত্মঘাতী হওয়ার ঘটনাও কিছু কম ঘটে নাকিন্তু তাই বলে ট্রেনের কামরায় সিলিংয়ে ঝুলে পড়া দেহ, এ-দৃশ্য বলতে গেলে বিরলই বটে

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে এই দেহ উদ্ধারকে ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় জানা যায়, প্ল্যটফর্মে দাঁড়িয়েছিল, তখন এক যাত্রীর চোখে পড়ে, কামরার ভেতর সিলিং ফ্যান থেকে ঝুলে রয়েছে রয়েছে একজন খবর যায় পুলিশের কাছে পুলিশ ছুটে আসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঘটনার সময়ে ট্রেনটি ইয়ার্ডে ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান মৃত ব্যক্তির পকেট হাতড়ে একটা টিকিট পাওয়া যায় জানা যায়, মধ্যপ্রদেশের বেতুল জেলার বাসিন্দা তিনি নাম জয় সিং

Latest Videos

ঘটনায় রীতিমতো রহস্য দানা বেঁধেছে প্রশ্ন উঠেছে, আত্মহত্যা করার হলে মধ্যপ্রদেশের ওই বাসিন্দা কেন ঝাঁসিতে এসে রেলের কামরায় সিলিং থেকে ঝুলে পড়বেন? সেইসঙ্গে প্রশ্ন উঠেছে, তাহলে কি তাকে খুন করে ট্রেনের কামরায় ঝুলিয়ে রেখে গিয়েছে কেউ?

পুলিশ বলছে, পুরোটাই এখন তদন্তসাপেক্ষ ময়নাতদন্তের রিপোর্ট না-আসা অবধি কিছুই বলা যাবে না

 

 

 

 

Share this article
click me!

Latest Videos

আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি