ভয়াবহ বৃষ্টিতে বিধ্বস্ত মানালি! নদীর তলায় জাতীয় সড়ক, বন্ধ যান চলাচল, উদ্ধার কাজে নেমেছে পুলিশ

ভয়াবহ বৃষ্টিতে বিধ্বস্ত মানালি! নদীর তলায় জাতীয় সড়ক, বন্ধ যান চলাচল, উদ্ধার কাজে নেমেছে পুলিশ

Anulekha Kar | Published : Jul 26, 2024 2:27 AM IST

ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত মানালি। বন্যায় ভেসে গিয়েছে ধুন্দি থেকে পলচানের বিস্তীর্ণ এলাকা। মানালি লেহ জাতীয় সড়কেও জল উঠে এসেছে। বন্যার জেরে প্রায় বন্ধ হওয়ার মুকে জাতীয় সড়ক। রোহতাং পাশ দিয়ে হচ্ছে যান চলাচল।

জনসাধারণের জন্য সতর্কবার্তা জারি করেছে কুল্লু এবং লহৌল স্পিতি পুলিশ।

Latest Videos

বুধবার রাত থেকেই আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে মানালিতে। বিভিন্ন এলাকায় নেমেছে ভূমিধ্বস। বিয়াস নদীর জলে ডুবে গিয়েছে মানালিক জাতীয় সড়কের একাংশ। বৃহস্পতিবার সকাল থেকে রোদ উঠেছে চারিদিকে।

তবে অত্যন্ত খারাপ পরিস্থিতিতে রয়েছে ধুন্দি ও পলচান এলাকা। এই রুটে একেবারেই বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল।

পলচানের তিনটি বাড়ি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সেতুরও মারাত্মক ক্ষতি হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে বেশ কয়েকটি গরু, ছাগল ও ভেঁড়া।

বৃষ্টির কারণে নেহরাকুন্ড থেকে পাটলিকুহাল-সহ পলচান, রুয়াদ, কুলংয় জলে ডুবে গিয়েছে। বাড়িতেই আটকা পড়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারে নেমে গিয়েছে পুলিশ। ২০২৩ সালেও ব্যপক বন্যার মুখে পড়েছিল মানালি। ব্যপক ক্ষয়ক্ষতিও হয়েছিল।

Share this article
click me!

Latest Videos

'আপনার গদি কেড়ে নেবে সাধারণ মানুষ' মমতাকে বেলাগাম আক্রমণ শান্তনু ঠাকুরের | Shantanu Thakur | Mamata
ধুন্ধুমার! জোর হাতাহাতি, বিজেপির DC North অফিস অভিযান ঘিরে তুলকালাম | BJP Protest RG Kar |
'রাজনৈতিক আন্দোলন ছাড়া এই অপশাসন, দুর্নীতি, হিংসা দূর হবে না' মন্তব্য দিলীপ ঘোষের | Dilip Ghosh
সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভেঙ্গে পড়লেন জুনিয়র ডাক্তাররা, দেখুন কী বললেন তাঁরা | R G Kar Protest
তিলোত্তমার পরিবারকে মিথ্যাবাদী আখ্যা মমতার, 'উনি টাকার অফার করেছিলেন' পাল্টা দাবি মায়ের | RG Kar