মানালিতে শুরু হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং, প্রায় ১০,৫০০ ফুট উচ্চতায়

  • মানালিতে শুরু হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং
  • প্রায় ১০,৫০০ ফুট উচ্চতায়  এই বাঞ্জি জাম্পিং হবে 
  •  বিশ্ব থেকে পর্যটক আকর্ষণ করতে চায় কেন্দ্রীয় সরকার
  •  বাঞ্জি জাম্পিং সাইটে বিদেশি প্রযুক্তি ব্যবহার করা হবে

হিমাচল প্রদেশের মানালিতে খুব শীঘ্রই চালু হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং। প্রায় ১০,৫০০ ফুট উচ্চতায় গভীর খাদে এই বাঞ্জি জাম্পিং করা হবে। সরকার, হিমাচলকে অন্যতম পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চান। আর এই জন্যই সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং চালু করা হতে চলেছে।

মানালির এই বাঞ্জি জাম্পিং সাইটের খেয়াল রাখবে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালায়েড স্পোর্টস।সারা বিশ্বে এই উচ্চতায়  আর কোনও বাঞ্জি জাম্পিং সাইট নেই। নিউ জিল্যান্ড ও আমেরিকা  যে প্রযুক্তির ব্যবহার করে ,তারই ব্যবহার এখানেও হবে। 

Latest Videos

অ্যাডভেঞ্চার স্পোর্টসে সারা বিশ্ব থেকে পর্যটক আকর্ষণ করতে চায় কেন্দ্রীয় সরকার।আর এই জন্যই অ্যাডভেঞ্চার স্পোর্টসে উচ্চতম এবং দীর্ঘতম-র স্বীকৃতি পেতে ভীষণ ভাবেই আগ্রহী তারা।সম্প্রতি হিমাচলের গুলাবাতে ৯৩০০ ফুট উচ্চতায় ৩৫০ মিটার লম্বা স্কাই সাইক্লিং ট্র্যাক চালু হয়েছে। এই উচ্চতায়  বিশ্বের আরও কোথাও স্কাই সাইক্লিং-এর ট্র্য়াক নেই।
 

Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি