কিছু কারণবশত এই স্টোরিটি পরিবর্তন করা হল, লিঙ্ক পেতে স্টোরির ভিতরে যান

Published : Jul 14, 2021, 12:23 PM ISTUpdated : Jul 14, 2021, 01:49 PM IST
কিছু কারণবশত এই স্টোরিটি পরিবর্তন করা হল, লিঙ্ক পেতে স্টোরির ভিতরে যান

সংক্ষিপ্ত

মণিপুরে মাকরু ব্রিজের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রের নজর উত্তর পূর্ব ভারতের উন্নয়নের দিকেই। জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।  

মণিপুরের মাকরু ব্রিজটি উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। ব্রিজটি তৈরিতে একাধিক বাধা তৈরি হয়েছিল।বাধা বিপত্তি পেরিয়ে সেই ব্রিজেরই উদ্বোধন হল। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন উত্তর পূর্ব ভারতের উন্নয়নের দিকে বিশেষ নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের। মাকরু ব্রিজটি বরাক ব্রিজ তৈরির কাজ দ্রুত সম্পন্ন করতে সহযোগিতা করবে। আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুণ। 

একাধিক বাধা পেরিয়ে তৈরি মণিপুরের মাকরু ব্রিজ, উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি

 

 

PREV
click me!

Recommended Stories

'বন্দে মাতরম গাইব না আমরা' সাংসদের এই মন্তব্যের পর 'পাকিস্তানে চলে যাও' স্লোগান সংসদে!
২০২৬ সালে ইতালি সফরে যাবেন মোদী, হবে একাধিক চুক্তি! বিশেষ তথ্য দিলেন ইতালির বিদেশমন্ত্রী