Manipur Crisis: মণিপুরে ফিরুক নির্বাচিত সরকার, রাষ্ট্রপতি শাসনের অবসান চেয়ে রাজ্যপালের দ্বারস্থ বিধায়করা

Published : May 29, 2025, 07:54 AM IST
Manipur Violence

সংক্ষিপ্ত

Manipur News: রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় ফিরুক নির্বাচিত সরকার। রাজ্যপালের কাছে এমনই  দাবি জানিয়ে স্মারকলিপি দিলেন ১০ বিধায়ক। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Manipur News: মণিপুরে নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বিধায়করা। সূত্রের খবর, মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসানের জন্য রাজনৈতিক মহলে ক্রমবর্ধমান চাপ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে মণিপুরের দশজন বিধায়ক রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করে রাজ্যে একটি নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করার জন্য তাঁকে অনুরোধ করেছেন। উল্লেখ্য, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে।

এই বিষয়ে বিধায়ক নিশিকান্ত সাপম সংবাদমাধ্যমকে জানান যে, তাঁদের প্রতিনিধি দল একটি স্বাক্ষরিত চিঠি জমা দিয়েছে, যেখানে আনুষ্ঠানিকভাবে একটি নির্বাচিত সরকার পুনর্বহালের অনুরোধ জানানো হয়েছে। সাপমের মতে, রাজ্যপাল ইতিবাচক সাড়া দিয়েছেন এবং তাঁদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

সাপম আরও বলেন, "আমরা আলোচনা করেছি যে রাষ্ট্রপতি শাসনের অধীনে প্রশাসন কতটা ভিন্ন এবং এটি কার্যকরভাবে একটি জনপ্রিয় সরকারের বিকল্প হতে পারে না। মনিপুরে এনডিএ-এর সঙ্গে জোটবদ্ধ সমস্ত বিধায়ক এই প্রচেষ্টায় ঐক্যবদ্ধ এবং জনগণের কাছে শাসন ফিরিয়ে আনার জন্য অত্যন্ত আগ্রহী।"

তিনি এই প্রক্রিয়ায় জনগণের সমর্থনের গুরুত্বের ওপরও জোর দেন। সাপম বলেন, "জনগণ ছাড়া কিছুই এগোতে পারে না। স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য তাদের সমর্থন অপরিহার্য।" যেসব বিধায়ক শারীরিকভাবে উপস্থিত ছিলেন না, তারাও একই আবেদনে সম্মতি জানিয়েছেন। এই আবেদনটি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

সাপম আরও বলেন, "সবাই একই জিনিস চায় — একটি জনপ্রিয় সরকার যা মণিপুর এবং তার জনগণের কল্যাণে কাজ করবে।" এই বৈঠকটি সংঘাত-বিধ্বস্ত রাজ্যে রাষ্ট্রপতি শাসনের অবসান এবং গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক মহলে ক্রমবর্ধমান এগিয়ে যাওয়ার দিককেই নির্দেশ করে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির শাসন জারির পরও মণিপুরে থামছে না অশান্তি (Manipur Violence)। এই আবহে উত্তর পূর্বের এই রাজ্যে আরও ছয় মাস আফস্পার মেয়াদ বাড়ায় কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা (AFSPA) আফস্পা আগামী ছয় মাসের জন্য গোটা মণিপুরেই জারি থাকবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে উত্তর পূর্বের আরও দুই রাজ্য অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডেও আফস্পা জারি করা হয়েছে।

এই বিষয়ে গত মার্চ মাসের ৩০ তারিখ নোটিস জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায় যে, অরুণাচল প্রদেশের তিরপ, চাংলাং এবং লংডিং জেলা এবং রাজ্যের তিনটি থানা এলাকায় আরও ৬ মাসের জন্য 'আফস্পা' (AFSPA) এর মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে মণিপুর এখনও অশান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। বিধানসভা স্থগিত রাখা হয়। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার কয়েকদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে রাজ্যে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এদিকে অশান্ত মণিপুরের আইনশৃঙ্খলার উন্নতিতে কেন্দ্রের তরফে পদক্ষেপ নেওয়া হলেও তারপরও অশান্তি থামেনি এই রাজ্যে। এই অবস্থায় ফের মণিপুরে মেয়াদ বৃদ্ধি পায় সেনার বিশেষ ক্ষমতার।

জানা গিয়েছে, ১৯৮০-এর দশকের গোড়ার দিক থেকে মণিপুরে 'আফস্পা' (AFSPA) কার্যকর রয়েছে। এটি "অশান্ত এলাকায়" শৃঙ্খলা বজায় রাখার জন্য বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদান করে। এই আইন বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেওয়ার জন্য বহু সমালোচনারও মুখে পড়েছে। তারপরেও মণিপুরে শান্তি ফেরাতে আফস্পাতেই ভরসা রেখেছে কেন্দ্র। তবে এখন দেখার বিধায়কদের আর্জি মেনে কেন দিকে এগোয় মণিপুরের শাসন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা