Maoist Encounter: বিরাট সাফল্য নিরাপত্তাবাহিনীর! ছত্তিশগড়ে খতম দুই শীর্ষ মাওবাদী নেতা

Published : Sep 23, 2025, 10:43 AM ISTUpdated : Sep 23, 2025, 10:59 AM IST
Maoist Encounter

সংক্ষিপ্ত

Maoist Encounter: সিআরপিএফ এবং পুলিশের যৌথবাহিনীর অভিযানে ছত্তিশগড়ে, খতম করা হল মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ন রেড্ডি ওরফে কোসা দাদাকে (maoist leader killed in chhattisgarh)।

Maoist Encounter: কোনওরকম সৌজন্য নয়। মাওবাদী খতমে দেশজুড়ে তৎপর নিরাপত্তাবাহিনী (Security Forces)। দেশের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া মাওবাদীদের বিরুদ্ধে ফের একবার বড় সাফল্য পেল দেশের নিরাপত্তাবাহিনী (chhattisgarh maobadi news)। 

খতম একের পর এক মাওবাদী

 

 

সিআরপিএফ এবং পুলিশের  যৌথবাহিনীর অভিযানে ছত্তিশগড়ে, খতম করা হল মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ন রেড্ডি ওরফে কোসা দাদাকে (maoist leader killed in chhattisgarh)। 

এই দুজনের প্রত্যেকের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা করে। অর্থাৎ, মোট ৮০ লক্ষ টাকা। নিঃসন্দেহে এই দুই শীর্ষ মাওবাদী নেতার মৃত্যু, দেশে মাওবাদী সংগঠনের উপর জোরালো আঘাত। অন্যদিকে, এই অভিযানের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও।

পুলিশের তরফ থেকে কী জানানো হয়েছে?

 

 

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গত ২২ সেপ্টেম্বর গোয়েন্দাদের কাছে গোপন খবর আসে যে, ছত্তিশগড়ের অবুঝমাঢ় এলাকায় মাওবাদীদের উপস্থিতি রয়েছে। তারপর সেইমতো অভিযানে নামে ছত্তিশগড় পুলিশের ডিআরজি ফোর্স এবং আইটিবিপি। কার্যত, গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করা হয়। তাই পিছু হঠার জায়গা পায়নি মাওবাদীরা। এরপর তারা গুলি চালাতে শুরু করে। 

কিন্তু পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। অনেকক্ষণ ধরেই দু-পক্ষের মধ্যে গুলির লড়াই চলতে থাকে। তখনই মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির দুই নেতা রাজু দাদা এবং কোসা দাদার মৃত্যু হয়। জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ইনসাস রাইফেল, একটি বিজিএল লঞ্চার এবং বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 

এই দুই মাও নেতা মূলত তেলেঙ্গানার বাসিন্দা। মাওবাদী অভিযানের নামে নিরীহ মানুষদের হত্যার মাস্টারমাইন্ড ছিল এরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে, ইট বইছে অনুগামীরা