
Supreme Court On Air India Crash: গত জুন মাসে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে এবার মুখ খুলল দেশের শীর্ষ আদালত। সেদিনের দুর্ঘটনায় অযথা পাইলটের ঘাড়ে দোষ চাপানোর ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলো সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই ঘটনায় এবার কেন্দ্রের মত জানতে চাইল আদালত। এই বিষয়ে সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রীয় সরকার ও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে একটি চিঠি পাঠিয়ে তাদের মতামত জানাতে বলল শীর্ষ আদালত।
গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদে উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ডাক্তারদের হোস্টেলের ছাগদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি। সেদিনের দুর্ঘটনায় প্নেনের একজন যাত্রী বাদে সকলের মৃত্যু হয়েছে। বিমানযাত্রী সহ রাস্তায় থাকা সাধারণ নাগরিক মিলিয়ে সেদিনের ঘটনায় দুর্ভাগ্যজনক ভাবে প্রাণ হারান ২৬০ জন। কার গাফিলতিতে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ওই উড়ানটি ওড়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ল? এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়ে আদালতে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা।
এমনকি সেদিনের বিমান দুর্ঘটনায় দুই পাইলটের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। দেশজোড়া চাপানউতোরের মধ্যেই সামনে আসে বিমানের চালকের আসনে থাকা দুই পাইলটের কথোপকথন। সেখানে একজন পাইলট অপর পাইলটকে বলতে শোনা যায়-''সুইচ বন্ধ করলে কেন?'' অপর প্রান্ত থেকে উত্তর আসে-''আমি কিছু করিনি।'' যা নিয়ে ২ পাইলটের ভূমিকা ঘিরে ক্রমশ রহস্য দানা বাঁধে। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই জনস্বার্থ মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় যে, এভাবে কারও ঘাড়ে দোষ চাপিয়ে দায় সারা দুর্ভাগ্যজনক। এমনকি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার ও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে পাঠানো হয়েছে নোটিশও।
এই মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি বলেন, দুর্ঘটনায় ‘পাইলটদের ত্রুটি’র দিকে ইঙ্গিত করা দুর্ভাগ্যজনক ও দায়িত্বজ্ঞানহীন। শুধু তাই নয়, চাওয়া হয়েছে কেন্দ্রের মতামতও। সব মিলিয়ে এখন দেখার এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার আসল রহস্য আদেও প্রকাশ পাই কীনা। উত্তর বলবে সময়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।