
Maoist Encounter: 'অর্গানাইজেশন ফর কাউন্টার টেরোরিস্ট অপারেশনস’, অর্থাৎ অক্টোপাস (maobadi chhattisgarh)। ছত্তিশগড় থেকে অনুপ্রবেশকারী মাওবাদী জঙ্গিদের খোঁজে অন্ধ্রপ্রদেশ পুলিশের বিশেষ তল্লাশি অভিযান চলছে জোরকদমে। যার নাম ‘অর্গানাইজেশন ফর কাউন্টার টেরোরিস্ট অপারেশনস’ (chhattisgarh maobadi news)।
জানা যাচ্ছে, প্রায় দু-দশক আগে অবিভক্ত অন্ধ্রপ্রদেশ পুলিশের বিশেষ মাওবাদী দমন বাহিনী গ্রে হাউন্ডের নজরদারি এড়াতে ছত্তিশগড়ের অন্তর্গত বস্তার ডিভিশনের জঙ্গলে পৌঁছে যান মাওবাদী নেতারা। কিন্তু গত এক বছর ধরে অবুঝমাঢ়ের জঙ্গলে যৌথবাহিনীর ধারাবাহিক হামলায় কার্যত, কুপোকাত মাওবাদীরা আবার তাদের সেই পুরনো ঘাঁটি তেলঙ্গানা-অন্ধ্রপ্রদেশে প্রত্যাবর্তনের চেষ্টা চালাচ্ছে বলে সূত্রের খবর।
তবে মঙ্গলবার, তাদের মধ্যে ৩১ জন মাওবাদী ‘অপারেশন অক্টোপাসে’র ফাঁদে পড়ে গেছে। মঙ্গলবার সকালে, ছত্তিশগড়ের সুকমা জেলা এবং তেলঙ্গানার ভদ্রাদী কোঠাগুড়েম জেলা লাগোয়া অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামরাজু জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য মাধবী হিডমা। তার ঠিক কয়েক ঘণ্টা পর, তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ মোট ৩১ জন সন্দেহভাজন মাওবাদীকে গ্রেফতার করেছে।
ধৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র কয়েকজন জঙ্গিও রয়েছে বলে দাবি পুলিশের। বাকিরা মাওবাদীদের প্রতি সহানুভূতিসম্পন্ন বলে জানা গেছে। ধৃতদের মধ্যে অধিকাংশই ছত্তিশগড় থেকে পালিয়ে এসে আলুরি সীতারামরাজু, কৃষ্ণা, গোদাবরী, বিজয়ওয়াড়া এবং এনটিআর জেলায় লুকিয়েছিল বলে অন্ধ্রপ্রদেশ পুলিশের এডিজি মহেশচন্দ্র লাড্ডা জানিয়েছেন।
ছত্তিশগড় থেকে অনুপ্রবেশকারী মাওবাদী জঙ্গিদের খোঁজে অন্ধ্রপ্রদেশ পুলিশের বিশেষ তল্লাশি অভিযান চলছে জোরকদমে। যার নাম ‘অর্গানাইজেশন ফর কাউন্টার টেরোরিস্ট অপারেশনস’।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।