কলকাতা পুরসভার এই বিজ্ঞপ্তি ঘিরে একেবার শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে শাসকদলের বিরুদ্ধে তোষামোদ করার অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। গেরুয়া শিবির থেকে পাল্টা দিতে বলা হয়, "এটা পশ্চিমবাংলা নাকি বাংলাদেশ?

বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল, বাড়তি ছুটি ইদে, পুরসভার বিজ্ঞপ্তি ঘিরে তুঙ্গে তরজা। শোকজ করা হয়েছে আধিকারিককে। বিরোধীরা সরব হতেই একপ্রকার চাপের মুখে পুরসভা নোটিশ পরিবর্তন করেছে। কলকাতা পুরসভার এই বিজ্ঞপ্তি ঘিরে একেবার শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে শাসকদলের বিরুদ্ধে তোষামোদ করার অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। গেরুয়া শিবির থেকে পাল্টা দিতে এও বলা হয়, এটা পশ্চিমবাংলা নাকি বাংলাদেশ? সময়ের সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক দানা বাঁধতেই পদক্ষেপ করে পুরসভা। কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা বলেন, কলকাতা পুরসভার ছুটির তালিকা তৈরি করা হয় রাজ্য সরকারের ছুটির তালিকা মেনেই। কিন্তু এক্ষেত্রে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার কারও অনুমতি না নিয়ে বিশ্বকর্মা পুজোর ছুটিকে ইদের সঙ্গে মিশিয়েছেন নিজের মতো করে । এটা এক্তিয়ার বর্হিভূত। বাতিল করা হয়েছে ওই বিজ্ঞপ্তি।

শিক্ষা বিভাগের মেয়র পারিষদ আরও জানান, শোকজ করা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা ম্যানেজারকে। তাঁর বিরুদ্ধে যা যা ডিসিপ্লিনারি পদক্ষেপ করার তা করা হবে বলেও জানান। একই সঙ্গে তিনি বিরোধীদের প্রশ্নের পাল্টা উত্তর দিয়ে বলেন, বিরোধীদের কাজই ধর্ম নিয়ে রাজনীতি করা। ফলে এনিয়ে নতুন করে কোনও মন্তব্য করব না এ বিষয়ে।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যেয় একটি বিজ্ঞপ্তি জারি করা হয় কলকাতা কর্পোরশনের শিক্ষা বিভাগের এডুকেশন ম্যানেজারের তরফে। তাতে বলা হয়, এবারে ইদের জন্য দুদিন (৩১ মার্চ ও ১ এপ্রিল) ছুটি থাকবে কলকাতা পুরসভা এলাকার অধীনে থাকা হিন্দি স্কুলগুলিতে। এমনকি বিজ্ঞপ্তিতে লেখা, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় কোনও ছুটি দেওয়া হবে না আলাদা করে। ওই ছুটি ইদের সঙ্গে অ্যাডজাস্ট করা হচ্ছে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই বাঁধিয়ে দেয় পদ্মশিবিরের নেতা নেত্রীরা। বুধবার সকালে এক ভিডিও বার্তায় বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তো বলেই বসলেন, সারা দেশে ইদের ছুটি একদিন। অথচ বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে কলকাতায় ইদের ছুটি দুদিন করা হল। আমরা কি বাংলাদেশে বসবাস করছি নাকি? বলে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।