আইনস্টাইন মাধ্যাকর্ষণ অঙ্ক, সব গুলিয়ে হাসির পাত্র পীযূষ গয়াল, তবে অর্থনীতির জন্য ভয়ের ব্যাপার

নরেন্দ্র মোদীর লক্ষ্য ২০২২-এর মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত করা। আর তা করতে গেলে ভারতকে ১২ শতাংশে নিয়ে যেতে হবে বৃদ্ধি। কেন্দ্রীয় মন্ত্রী পীযুশ গয়াল অবশ্য এইসব অঙ্কে ঢুকতে নারাজ। তিনি বলেছেন আইনস্টাইনকেও মাধ্যাকর্ষণ আবিষ্কারের জন্য অঙঅক করতে হয়নি।

 

দেশের অর্থনীতির যে বেহাল দশা, তা আর কোনও গোপন খবর নয়। কিন্তু, বিজেপি শাসনে কোনও কিছুই খারাপ বলা যাবে না। কেন্দ্রীয় মন্ত্রীরা তাই লাইন দিয়ে দেশের অর্থনীতি যে ঠিক পথেই রয়েছে তা প্রমাণ করতে তৎপর। কিন্তু, তাঁরা যত মুখ খুলছেন, ততই অর্থনীতি নিয়ে দেশের মানুষের ভয় বাড়ছে। কারণ প্রত্যেক মন্তব্যে কেন্দ্রীয় মন্ত্রীরা প্রমাণ করছেন অর্থনীতি নিয়ে তাঁদের কোনও সম্যক ধারণাই নেই।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের 'ওলা-উবের' মন্তব্যের পর এইবার এই তালিকায় নবতম সংযোজন কেন্দ্রীয় রেল, বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযুষ গয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য ২০২২-এর মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা। অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী সেই লক্ষ্যে পৌঁছতে গেলে এখন থেকেই বছরে ১২ শতাংশ করে অর্থনৈতিক বৃদ্ধির প্রয়োজন। কিন্তু বর্তমানে তা আটকে রয়েছে ৬ শতাংশে। এক অনুষ্ঠানে পীযুষ গয়ালকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এইসব অঙ্ক কষতে যাবেন না। মাধ্যাকর্ষণ আবিষ্কারেও আইনস্টাইনে অঙ্কের দরকার পড়েনি।'

Latest Videos

তাঁর এই বক্তব্যে বেশ কিছু ভুল ভ্রান্তি রয়েছে। প্রথমত, আইনস্টাইন মাধ্যাকর্ষণ আবিশঅকার করেননি, করেছিলেন আইজ্যাক নিউটন। নিউটন কিন্তু পদার্থবিদ্যা ও অঙ্ক নিয়েই চর্চা করতেন। আর আইনস্টাইনের বিভিন্ন কাজেও যে অঙ্কের প্রচুর অবদান রয়েছে, তা বলাই বাহুল্য।

এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গাড়ি শিল্পের মন্দার জন্য নতুন সহস্রাব্দে জন্মানো ভারতীয়দের ওলা উবের চড়ার অভ্যাসকে দায়ী করেছিলেন। তাই নিয়ে অনেক বিদ্রুপ হয়েছে। আইনস্টাইন, মাধ্যাকর্ষণ, অঙ্ক সব গুলিয়ে ফেলার পর স্বাভাবিকভাবেই পীযুষ গয়ালও ছাড় পাননি। তাঁকে নিয়েও শুরু হয়েছে হাসি মশকরা।

 

Share this article
click me!

Latest Videos

আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?