ছিঃ ছিঃ! ক্রিকেট বলে হাত দেওয়ায় দলিত শিশুর মামার বুড়ো আঙুল কেটে সাজা গুজরাটে

গুজরাতে দলিত নির্যাতন। ভাগ্নে ক্রিকেট বলে হাত দেওয়ায় কেটে নেওয়া হল মামার হাত। উচ্চ সম্প্রদায়ের কাউকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।

 

মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় গুজরাটের পাটান গ্রামে ঘটনা। মানুষ যখন মঙ্গল জয়ের স্বপ্নে বিভোর তখন দলিত শিশু ক্রিকেট বল ছুঁয়ে দেওয়ায় আঙুল কেটে দেওয়া হল তার মামার। গুজরাট পুলিশ জানিয়েছে এই নির্মম ঘটনার কথা। রবিবার কাকোশি গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এক সরকারি কর্তা। ইতিমধ্যেই এফআইআর দায়ের করা গয়েছে।

গুজরাট পুলিশে দায়ের করা এফআইআর আনুযায়ী অভিযুক্তরা গ্রামের একটি স্কুল নাঠে খেলার আয়োজন করেছিল। সেখানেই ক্রিকেট খেলা হচ্ছে। খেলা দেখতে দলিত পরিবারের শিশুটিও সেখানে দিয়েছিল। ক্রিকেট ম্যাচ দেখার সময় শিশুটি তাঁর কাছে বল চলে এলে ভুল করে সেই বলটি তুলে নিয়েছে। তারপরই শিশুটিকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। গুজরাট পুলিশের কর্মকর্তা জাবিয়েছেন, অভিযুক্তরা প্রায়ই গ্রামের দলিত সম্প্রদায়ের মানুষকে অপমান করে। ভয় দেখানোরও অভিযোগ কয়েছে। বর্ণবাদী অপবাদও দেয়। যাইহোক শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে তার মামা ধীরাজ পারমার। তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুটির হয়ে ক্ষমা চেয়ে নেন। পরিস্থিতি তখনকার মত স্বাভাবিক হয়ে যায়।

Latest Videos

পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার দিনই সন্ধ্যেবেলা ধীরাজের বাড়িতে উচ্চ সম্প্রদায়ের দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। ধীরাজ ও তাঁর ভাই কার্তিককে রীতিমত লাঞ্ছিত করে বলেও অভিযোগ উঠেছে। সেই সময় এক অভিযুক্ত শাস্তি হিসেবে কীর্তির বুড়ো আঙুল কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় কীর্তির চিকিৎসা চলছে হাসপাতালে।

পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩২৬ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা), ৫০৬ ধারা (অপরাধমূলক ভয় দেখান) ভারতীয় দণ্ডবিধির এসসি ও এসটি (অত্যাচার প্রতিরোধ আইন) -এ মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তিরও দাবি জানান হয়েছে। তবে গুজরাট পুলিশ জানিয়েছে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করা হবে। অন্যদিকে নির্যাতিত দলিত ব্যক্তির চিকিৎসার সঠিক ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ

১১ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে, আন্তর্জাতিক বাজারকে দায়ী করছে হাসিনা সরকার

২৫ মার্চ 'বিশ্ব গণহত্যা দিসব' হিসেবে পালন করার আর্জি বাংলাদেশের, জানুন ৫২ বছর আগে কী হয়েছিল এই দিনে

ওড়িশা ট্রেন দুর্ঘটনার তদন্ত করবে সিবিআই, সুপারিশ রেলওয়ে বোর্ডের:অশ্বিনী বৈষ্ণব

 

Share this article
click me!

Latest Videos

‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার