স্বামীকে খুন করেই প্রেমিকে বিয়ে? মেঘালয়া খুন-কাণ্ডে দুটি মঙ্গলসূত্র তুলছে অনেক প্রশ্ন

Published : Jul 05, 2025, 05:10 PM IST
Meghalaya honeymoon murder

সংক্ষিপ্ত

Honeymoon Case: হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করার অভিযোগে অভিযুক্ত সোনম রঘুবংশীর মামলায় নতুন মোড়। হানিমুনেই প্রেমিকের সঙ্গে বিয়ে হয়েছে বলে সন্দেহ। 

মধ্যপ্রদেশের ইন্দোরের রাজা রঘুবংশী হত্যাকাণ্ড দিনে দিনে নতুন মোড় নিচ্ছে। মেঘালয়ে হানিমুনে গিয়ে স্ত্রীর হাতেই খুন হন রাজা। তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেল, হানিমুনে স্বামীকে খুনের পর প্রেমিক রাজ কুশওয়াহকে বিয়ে করেছিলেন সোনম রঘুবংশী। এই সন্দেহের কারণ, ঘটনাস্থলে পাওয়া দুটি মঙ্গলসূত্র। এর মধ্যে একটি রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ের সময় দেওয়া মঙ্গলসূত্র বলে জানিয়েছেন রাজার ভাই। অন্যটি তাদের দুই বাড়ির একটি থেকেও দেওয়া হয়নি। তাই সেখানেই রাজ কুশওয়াহকে বিয়ে করেছিলেন অথবা বিয়ের পরিকল্পনা করেছিলেন বলে মনে করা হচ্ছে।

অন্য একজনের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও সোনম স্বামীকে হানিমুনে নিয়ে গিয়ে খুন করেছিলেন বলে জানা গেছে। তার প্রেমিক বাবার কারখানায় কাজ করতেন, তাই পরিবার এই বিয়েতে রাজি ছিল না। এরই জেরে প্রাণ দিতে হল নিরীহ যুবককে! এখন এই মামলায় নতুন মোড় নিয়েছে। দুজনেরই জন্মকুণ্ডলীতে মঙ্গলিক দোষ ছিল বলে জানা গেছে। সাধারণত একে মঙ্গল দোষ বা কুজ দোষ বলা হয়। জন্মকুণ্ডলীতে এই দোষ থাকলে প্রথমে গাছের সঙ্গে বিয়ে দিয়ে তা কেটে ফেলে তারপর আসল বিয়ে দেওয়ার রীতি আছে। কারণ মেয়ের এই দোষ থাকলে স্বামীর মৃত্যু হয় বলে জ্যোতিষশাস্ত্র মতে। কিন্তু এখানে সোনম তার জন্মকুণ্ডলীর এই দোষের প্রতিকারের জন্য স্বামীকে খুন করে প্রেমিকের সঙ্গে বিয়ের পরিকল্পনা করেছিলেন বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।

ঘটনার আগে সোনম তার প্রেমিক রাজ কুশওয়াহকে দিয়ে হানিমুনে যাওয়ার আগে বাড়ির দরজায় স্বামীর পুতুল ঝুলিয়েছিলেন বলে জানা গেছে। হানিমুনে যাওয়ার আগেই এই পুতুল ঝুলিয়ে রাখতে বলেছিলেন প্রেমিককে। তবে এটি বাড়ির মঙ্গলের জন্য বলে পরিবারকে বুঝিয়েছিলেন। সেখানে খুনের পর পুতুলটি সরিয়ে ফেলেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

এই বিষয়ে মৃত রাজা রঘুবংশীর বাবা অশোক পুলিশকে জানিয়েছেন, “সোনমের নির্দেশে রাজা আমাদের বাড়ির প্রধান দরজায় একটা বান্ডিলের মতো জিনিস ঝুলিয়েছিল। এটা ঝুলিয়ে রাখলে বাড়িতে কোনও অশুভ দৃষ্টি পড়বে না বলে আমাদের সবাইকে বুঝিয়েছিল। কিন্তু এখন জিজ্ঞাসা করলে জানা গেল এটা রাজার পুতুল ছিল। সোনম খুনের আগে তন্ত্রমন্ত্র করেছিল। সে এসব বিশ্বাস করত বলে এখন জানতে পেরেছি। আমার ছেলের উপর কালো জাদু করেছে।” কাঁদতে কাঁদতে অশোক সবাইকে ফাঁসির দাবি জানিয়েছেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়
LIVE NEWS UPDATE: এখানে এক টাকার বিনিময়ে সরকার দিচ্ছে জমি! নিয়ম এবং আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত