প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে খুশি মাইক্রোসফট সিইও, মোদীর ডিজিটাল ইন্ডিয়ার ভাবনাকে স্বাগত জানালেন সত্য নাদেলা

Published : Jan 05, 2023, 01:46 PM IST
Modi

সংক্ষিপ্ত

টুইটে মোদীর ডিজিটাল ইন্ডিয়ার ভাবনারও প্রসংশা করেছেন নাদেলা। ভারত সরকারের এই দৃষ্টিভঙ্গিকে অনুপ্রেরণামূলক বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে খুশি মাইক্রোসফট কর্তা সত্য নাদেলা। মোদীর ডিজিতাল ইন্ডিয়ার ভাবনাকে স্বাগত জানালেন তিনি। শুধু তাই নয় এই মর্মে ভারতকে সাহায্য করার আশ্বাসও দিলেন তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। এই বৈঠকের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন তিনি। এদিন টুইটে মোদীর ডিজিটাল ইন্ডিয়ার ভাবনারও প্রসংশা করেছেন নাদেলা। ভারত সরকারের এই দৃষ্টিভঙ্গিকে অনুপ্রেরণামূলক বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি মাইক্রোসফট কর্তা সত্য নাদেলার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের পরই মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন তিনি। টুইটে নাদেলা লিখেছেন, 'এই বৈঠকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। ডিজিটাল ট্রান্সফমেশনের মাধ্যমে দেশের অর্থনীতির প্রবৃদ্ধির প্রতি ভারত সরকারের এই মনোভাব যথেষ্ট অনুপ্রেরণামূলক। ভারতের এই ডিজিটাল ইন্ডিয়ার ভাবনাকে সফল করতে যথাসাধ্য চেষ্টা করব। ভারতের এই ভাবনা গোটা বিশ্বর কাছে উদাহরণ হয়ে থাকবে।'

 

 

আরও পড়ুন - 

টুইটারের পর এবার আইটি জায়ান্ট অ্যামাজন, ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে সংস্থা

বছরের শুরুতেই বিশ্ব বাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম, দেশীয় বাজারেও কি প্রভাব পড়বে? জানুন আজ কোন শহরে কতয় বিকোচ্ছে জ্বালানি\

বছরের প্রথম দিনেই মূল্যবৃদ্ধির ছেঁকা, ফের একবার দাম বাড়ল রান্নার গ্যাসের, জানুন নতুন দাম

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo