বেঙ্গল স্যাপার অফিসার হিসেবে সিয়াচেনের কুমার পোস্টে মোতায়েন করা হয়েছে ক্যাপ্টেন শিবা চৌহানকে।
নতুন বছরে ভারতীয় সেনাবাহিনীর নবতম উত্থান। বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে পুরুষদের সমকক্ষ দেশের প্রথম মহিলা অফিসার। ভারতে নতুন অধ্যায়ের সূচনা হল ক্যাপ্টেন শিবা চৌহানের সঙ্গে। দুর্গম হিমশীতল সিয়াচেনে মোতায়েন হওয়া তিনিই প্রথম মহিলা অফিসার।
যোগদানের আগে টানা এক মাস ধরে ভারতীয় সেনার 'সিয়াচেন ব্যাটেল স্কুল'-এ কঠিন প্রশিক্ষণে রত ছিলেন শিবা। মঙ্গলবার সিয়াচেনে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালার যুদ্ধক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। তাঁর প্রশিক্ষণের বড় চ্যালেঞ্জ ছিল সহনশীলতার শিক্ষা। এছাড়াও বরফের দেওয়ালে চড়া, প্রবল তুষারপাতের মোকাবিলা করার পাশাপাশি ছিল ক্রিভেস রেসকিউ, সার্ভাইভাল ড্রিলের মতো প্রশিক্ষণও।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৬০০ ফুট উচ্চতায় সিয়াচেনের কুমার পোস্টে ক্যাপ্টেন শিবাকে মোতায়েন করা হয়েছে। এই অঞ্চলের তাপমাত্রা থাকে সাধারণত মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নতুন বছরে ২ জানুয়ারি প্রতিকূল পর্বাতারোহণের দ্বারা শিবাকে পৌঁছোতে হয়েছিল সিয়াচেনে। সেদিন নিজের লক্ষ্য থেকে এক পাও পিছু হঠেননি তিনি। ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘বহু ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ক্যাপ্টেন শিবা নিজের অপ্রতিরোধ্য প্রতিশ্রুতিতে প্রতিজ্ঞাবদ্ধ থেকে নিজের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আর তাঁকে নিয়োগ করা হচ্ছে সিয়াচেন হিমবাহে।’
ক্যাপ্টেন শিবা চৌহান নিজে রাস্তা দেখিয়ে নিয়ে গিয়েছেন স্যাপারদের। ভারতীয় সেনার এই মহিলা অফিসারকে তিন মাসের জন্য সিয়াচেনে মোতায়েন করা হয়েছে। সেখানে যুদ্ধ সম্পর্কিত কিছু ইঞ্জিনিয়ারিং টাস্ক শেষ করে ফিরবে তাঁর দল।
ভারতীয় সেনাবাহিনীর অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সময়ই নিজের ক্ষমতা দেখিয়েছিলেন রাজস্থানের ভূমিকন্যা ক্যাপ্টেন শিবা। তারপরই শিবাকে আলাদা করে নজরে রেখেছিল ভারতীয় সেনা। এরপরই বেঙ্গল স্যাপার অফিসার হিসেবে নিযুক্ত করা হল তাঁকে। সিয়াচেনে দেশের প্রথম মহিলা অফিসারের নিযুক্তিকরণে বিশেষভাবে আনন্দিত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার একটি টুইটে তিনি লেখেন, “নারীদের সশস্ত্র বাহিনীতে যোগ দিতে এবং প্রত্যেকটা চ্যালেঞ্জকে এগিয়ে নিতে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এটি একটি উৎসাহজনক লক্ষণ। ক্যাপ্টেন শিবা চৌহানকে আমার শুভেচ্ছা।”
আরও পড়ুন-
ত্রিপুরা যেতে গিয়েও প্রতিবেশী রাজ্যে রাত কাটাতে হল অমিত শাহকে, ঘন কুয়াশার জেরে যাত্রায় ব্যাঘাত
আধার কার্ডের তথ্য আপডেটের ক্ষেত্রে চালু হল নতুন নিয়ম, নাগরিকদের জন্য বিশেষ সুবিধার উদ্ভাবন
জানুয়ারির শুরুতেই চিনে ভয়ঙ্কর হয়ে উঠেছে কোভিড, প্রতিদিন জরুরি ভিত্তিতে ভর্তি হচ্ছেন প্রায় ১৬০০ রোগী