একধাক্কায় তিন গুণ বেতন বৃদ্ধি সরকারি কর্মীদের! বকেয়া DA না পেলেও মাসের শেষে হাতে ৫১ হাজার টাকা
জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ আবার বাড়তে পারে। কিন্তু তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বেতন বৃদ্ধির সুখবর দিতে পরে মোদী সরকার।
Saborni Mitra | Published : Nov 24, 2024 6:31 AM IST
সম্প্রতি ডিএ বৃদ্ধি
কেন্দ্রীয় সরকারি কর্মীদের সম্প্রতি ডিএ বৃদ্ধি করা হয়েছে তিন শতাংশ। বর্তমানে তারা ৫৩ শতাংশ হারে ডিএ পায়।
কোভিডকালে ডিএ থমকে
কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুইবার ডিএ বৃদ্ধি করে। তবে কোভিডকালে ডিএ থকমে গিয়েছে। সেই সময় প্রায় ১৮ মাসের ডিএ বৃদ্ধি করা হয়নি।
ডিএর দাবি
কোভিডকালের ১৮ মসের বকেয়া ডিএর দাবিতে একাধিকবার সরব হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মীরা। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দবিতে কেন্দ্রীয় সরকারের কর্মীরা একাধিকবার আবেদন করেছে মোদী সরকারের কাথে।
ডিএ নিয়ে কড়া অবস্থান কেন্দ্রের
তবে কোভিডকালের বকেয়া ডিএ নিয়ে বারবারই কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র। কারণে সংসদে দাঁড়িয়ে একাধিক সাংসদ একাধিকবার বলেছেন, তাঁদের ডিএ মিটিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই। তবে খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকারের কর্মীরা সুখবর পেতে পারেন।
অষ্টম বেতন কমিশন!
সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে সরব কেন্দ্রের সরকারি কর্মীরা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কর্মীদের প্রতিনিধিদের একটি বৈঠকও হয়েছে।
ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবি
বৈঠকের পরই ন্যাশনাল কাউন্সিল অব কনসাল্টেটিভ মেশিনারির সচিব শিব গোপাল মিশ্র বলেছেন ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি কর উচিৎ।
ফিটমেন্য় ফ্যাক্টর
শিব গোপাল মিশ্রের দাবি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ শতাংশ করা উচিৎ। তাতেই বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন।
নূন্যতম বেতন
কেন্দ্রীয় সরকারের কর্মীদের বর্তমানে নূন্যতম বেতন ১৭ হাজার ৯৯০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হলে তা হবে ৫১ হাজার ৪৫১ টাক।
সপ্তম বেতন কমিশন
পূর্বে সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ বেড়েছিল।
নূন্যতম বেতন বৃদ্ধি
সেই সময় ন্যূনতম বেতন ৭ হাজার টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকা হয়।