DA News: রাজ্য ও কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি জানুয়ারি মাসেই? রইল বড় আপডেট

রাজ্য সরকারের কর্মীদের ডিয়ারনেস অ্যালোয়েন্স বা মহার্ঘ ভাতার মামলা নতুন বছর জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে উঠতে পারে। কিন্তু সেই মালেই ডিএ নিয়ে বড় সুখবর পেতে পরেন কেন্দ্রের সরকারি কর্মীরা।

 

Saborni Mitra | Published : Nov 23, 2024 9:49 AM IST
110
নতুন বেতন কমিশন গঠন

নতুন বেতন কমিশন গঠন নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কিন্তু এখনও নতুন বেতন কমিশন বা অষ্টম পে কমিশন নিয়ে কিছুই জনাননি কেন্দ্রীয় সরকার।

210
নভেম্বরর ইঙ্গিত

নতুন বেতন কমিশন কবে গঠন হবে তা নিয়ে একটি ইঙ্গিত পাওয়া যেতে পারে চলতি মাসেই। সংসদ অধিবেশনের সময় এই বিষয়ে কিছুটা স্পষ্ট সংবাদ পাওয়া যেতে পারে বলে অনুমান সরকারি কর্মীদের।

310
বৈঠক বাতিল

কেন্দ্র ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে আলোচনা করে ন্যশানাল কাউন্সির অব দ্যা জয়েন্ট কনসালটিভ মেশিনারি। সূত্রের খবর নভেম্বরেই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রের কর্মিবর্গ দফতরের সচিব বদল হওয়ায় বৈঠকে দেরি হচ্ছে।

410
দুটি স্মারক লিপি

সংশ্লিষ্ট সংগঠনের সচিব জানিয়েছেন, কেন্দ্রের কাছে দু’টি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। শিবগোপাল মিশ্র বলেন, ওই বৈঠকে অষ্টম বেতন কমিশনের বিষয়টি অবশ্যই উত্থাপিত হবে। সেখান থেকেই নয়া বেতন কমিশন কবে কার্যকর হতে পারে সেটার একটা আভাস পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

510
ডিএ নিয়ে সুখবর

সূত্রের খবর কেন্দ্রের সরকারি কর্মীরা নতুন বছরের প্রথমেই ডিএ নিয়ে সুখবর পেতে পারেন। কারণ কেন্দ্রীয় সরকার বছরে দুইবার করে কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। চলতি বছরেও তার অন্যথা হয়নি।

610
জানুয়ারিতেই ডিএ বৃদ্ধি

সূত্রের খবর কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করতে পারে। সেই অনুযায়ী জানুয়ারিতে ডিএ বৃদ্ধি করা হতে পরে।

710
কার্যকর হবে

জানুয়ারিতে যদি ডিএ বৃদ্ধি করা হয় তাহলে তাহল তা ঘোষণা ও কার্যকর করা হতে পারে মার্চ মাস থেকে। তেমনই খবর সরকারি কর্মী সূত্রে।

810
বর্তমান ডিএ

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। শেষ বার কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল।

910
রাজ্যের ডিএ

অন্যদিকে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলা ২০২৫ সালের ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে ওঠার কথা রয়েছে। দীর্ঘ দিন পরে সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার আশায় রয়েছে সরকারি কর্মীরা।

1010
এবারও জানুয়ারিতে ডিএ

গত বছর ডিসেম্বরে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্যের সরকারি কর্মীদের একাংশের আশা এবারও জানুয়ারি মাসে ডিএ বৃদ্ধি হতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos