অতিথি দেব ভব... পাকিস্তানের ইফতার পার্টির আমন্ত্রণ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদেশ মন্ত্রকের

চলছে মুসলিম সম্প্রদায়ের বিশেষ সংযমের মাস। রোজার মাস। একদিকে রোজা অন্যদিকে পাকিস্তানের (Pakistan) জাতীয় দিবস উপলক্ষে নয়া দিল্লিতে অবস্থিত পাক হাইকমিশনে (Pak High Commission) একটি ইফতার পার্টির (Iftar) আয়োজদন করা হয়। বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় দিব

 

নয়াদিল্লি: চলছে মুসলিম সম্প্রদায়ের বিশেষ সংযমের মাস। রোজার মাস। একদিকে রোজা অন্যদিকে পাকিস্তানের (Pakistan) জাতীয় দিবস উপলক্ষে নয়া দিল্লিতে অবস্থিত পাক হাইকমিশনে (Pak High Commission) একটি ইফতার পার্টির (Iftar) আয়োজদন করা হয়।

সূত্রের খবর, বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে পাকিস্তান হাইকমিশনে আয়োজিত ইফতার নৈশভোজে কোনও ভারতীয় সরকারি আধিকারিককে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা? সে সম্পর্কে প্রশ্ন করা হলে, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর জবাবে বলেছেন, ''নিমন্ত্রণ তো রিশতো পে নির্ভর করত হ্যায় না...নিমন্ত্রণ কা আদর করত হ্যায়, নিমন্ত্রণ কো স্বীকার করনা, ও রিশতো পে নির্ভর করত হ্যায়। (একটি আমন্ত্রণ সম্পর্কের উপর নির্ভর করে। আমন্ত্রণকে সম্মান করা হয়, সেগুলি গ্রহণ করা সম্পর্কের প্রকৃতির উপর নির্ভর করে।)"

Latest Videos

বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এই জবাব থেকেই স্পষ্ট হয়ে যায় যে, যে কোনও আমন্ত্রণ রক্ষা করার জন্য নিমন্ত্রকের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো হওয়া চায়। না হলে সেই নিমন্ত্রণ রক্ষা করার কোনও প্রয়োজন পড়ে না। তিনি আরও উল্লেখ করে বলেন, ''আমরা আবারও লক্ষ্য করেছি পাকিস্তান (Pakistan News) জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) নিয়ে ফের মন্তব্য করা শুরু করেছে পাকিস্তান। অন্যদেশে নাক গলানো মোটেও কাঙ্খিত নয়। সারা বিশ্ব জানে যে, ইসলামাবাদের আসল সমস্যা হল, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সক্রিয় প্রচার এবং প্রতিনিয়ত তার পৃষ্ঠপোষকতা করে যাওয়া।''

 

এখানেই শেষ নয়, বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সাফ বার্তা- পাকিস্তান ভূস্বর্গে নজর দিলে, সীমান্তে ফের কোনও রকম অশান্তির সৃষ্টি করলে ভারত মোটেও চুপ করে বসে থাকবে না। জয়সওয়াল আরও বলেন, ''জম্মু-কাশ্মীর নিয়ে প্রতিনিয়ত মিথ্যা কথা ছড়ানো বন্ধ করে পাকিস্তানের উচিত- তাদের অবৈধ ও জোরপূর্বক দখলকৃত ভারতীয় ভূখণ্ড খালি করা।''

অন্যদিকে, এই নিয়ে দ্বিতীয়বার নয়াদিল্লিতে আয়োজিত পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ করা সত্ত্বেও কোনও ভারতীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন না সেখানে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ ওয়ারাইচ বলেন, '' পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। এবং পারস্পরিক বোঝাপড়া, উদ্বেগ দূরীকরণ এবং জম্মু ও কাশ্মীর সহ দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান নিয়েও আলোচনা করতেও আগ্রহী পাক সরকার।" যদিও সাদ ওয়ারাইচের এই মন্তব্যে যে আদেও চিঁড়ে ভিজবে না সে কথা অবশ্য খুব ভালো করেই জানে পাকিস্তান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘পিতৃপরিচয় ঠিক থাকলে ঠুসে দেখাক!’ Mamata Banerjee-র Humayun Kabir-কে ধুয়ে দিলেন Suvendu Adhikari
'আমাকে রক্তাক্ত করল মমতার পুলিশ' বেলগাছিয়ায় আহত শুভেন্দু! | Suvendu Adhikari Belgachia visit
'দিলীপ দা যা বলেছে ঠিক বলেছে', Dilip Ghosh এর পাশে দাঁড়িয়ে বিরোধীদের হুঙ্কার Suvendu Adhikari-র
‘সিভিক ভলান্টিয়ার তো সামনে, আসল রাঘব বোয়াল কে?’ RG Kar কাণ্ডে Adhir Ranjan Chowdhury-র তীব্র তোপ
'হিন্দুরা থাকে তাই করবে না, রোহিঙ্গারা থাকলে করত' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Latest