দীপাবলি উদযাপনের জন্য সোসাইটির মধ্যে আলোকসজ্জা নিয়ে কিছু মুসলিম বাসিন্দা আপত্তি জানায়। আর তাতে শুরু হয় হিন্দু- মুসলিমের মধ্যে বিবাদ।
গোটা দেশের সঙ্গে মহারাষ্ট্রেও পালিত হচ্ছে দীপাবলি। আলোর উৎসবে অনেক জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সংখ্যালঘুরাও সামিল হয়েছেন। কিন্তু সম্পূর্ণ অন্য ছবি ধরা পড়ল মুম্বইতে। মুম্বইয়ের তালোজা সেক্টর ৯-এ অবস্থিত নবি মুম্বইয়ের পঞ্চানন্দ সোসাইটিতে বাতি না জ্বালানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দীপাবলি উদযাপনের জন্য সোসাইটির মধ্যে আলোকসজ্জা নিয়ে কিছু মুসলিম বাসিন্দা আপত্তি জানায়। আর তাতে শুরু হয় হিন্দু- মুসলিমের মধ্যে বিবাদ। এই ঘটনার যেসব ভিডিও ভাইরাল হয়েছে তাতে দুই পক্ষকেই একাধিক আপত্তিকর ভাষা প্রয়োগ করতে শোনা গেছে। তবে ঘটনার সূত্রপাত এক ব্যক্তি ও মহিলার মধ্যে কথাবার্তাকে কেন্দ্র করেই। এক ব্যক্তি এক মহিলাকে বলেছেন, 'এখানে কোনও বাতি বা প্রদীপ বা লাইট কোনও কিছুই জ্বালবেন না।' তারপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়।
বকরি ঈদের আগের জুন মাসের একটি ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত হয়েছে বলে অনেকে মনে করছেন। সেই সময় সোসাইটির বাসিন্দারা কলোনির মধ্যে ছাগল জবাই করতে বাধা দেয়। সেই সময়ও দুই পক্ষের মধ্যে উত্তেজনামূলক পরিবেশ তৈরি হয়েছিল। তখনই পরিস্থিতি শান্ত করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সোসাইটির মধ্য়ে কোনও উৎসব বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। সেই কারণেই দীপাবলির উৎসবে সংখ্যালঘু সম্প্রদায় বাধা দিচ্ছে বলেও অনেকে মনে করেছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।