ধর্মীয় কাজে পাকিস্তানে গিয়ে নিখোঁজ শিখ মহিলা, ইসলামে ধর্মান্তরিত করে বিয়ে পাকিস্তানির

Published : Nov 15, 2025, 12:52 PM IST
india pakistan flag

সংক্ষিপ্ত

পঞ্জাবি মহিলার বিয়ের নথি প্রকাশ্যে এসেছে। নথিত উল্লেখ করা হয়েছে পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা সরবজিৎ কৌর ইসলাম ধর্ম গ্রহণ করে 

ভয়ঙ্কর ঘটনা! গুরু নানক-এর জন্মদিন উপলক্ষ্যে পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারতের এক মহিলা। কিন্তু তারপর থেকেই শিখ মহিলা নিখোঁজ হয়ে যায়। তারপর ঘটনা অন্যদিকে মোড় নেয়। সম্প্রতি জানা গিয়েছে নিখোঁজ হওয়া মহিলাকে স্থানীয় পাকিস্তানি এক পুরুষ ধর্মান্তরিত করে বিয়ে করেছেন। উর্দুতে লেখা নিকাহনামাতে অনুলিপি প্রকাশিত হয়েছে।

বিয়ের নথি প্রকাশ

পঞ্জাবি মহিলার বিয়ের নথি প্রকাশ্যে এসেছে। নথিত উল্লেখ করা হয়েছে পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা সরবজিৎ কৌর ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে তাঁর নাম নূর। লাহরের কাছে শেখুপুরার বাসিন্দা নাসির হুসেনকে বিয়ে করেছেন মহিলা।

পাকিস্তান সফর

ধর্মীয় ভ্রমণের অনুমতি দেওয়া নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। সেই চুক্তির ভিত্তিতেই মহিলাকে ৪ নভেম্বর অন্যান্য শিখ তীর্থযাত্রীদের সঙ্গে পাকিস্তান গিয়েছিলেন সরবজিৎ কৌর। ওয়াঘা-আটারি সীমান্ত পার হয়ে তিনি পাকিস্তানে প্রবেশ করেন।

এই বছর গুরু নানকের ৫৫৫ তম জন্মবার্ষিকী। ১৩ নভেম্বর ১৯০০ জন তীর্থযাত্রীর দলটি পাকিস্তান থেকে ফিরে আসে। সকলে ভারতে আসলেও সরবজিৎ কৌর ভারতে ফেরেননি। তারপরই খোঁজ পড়ে কৌরের।

পাকিস্তানের ইমিগ্রেশন ভারতকে স্পষ্ট করে জানিয়ে দেয় কৌর এক্সটি ক্লিয়ারেন্সের জন্য রিপোর্ট করেননি। পুলিশ জানায় তদন্তের জন্য ভারতের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। ভারতীয় কর্মকর্তারা এখন কৌর ও তাঁর পরিবার সম্পর্ক তথ্য সংগ্রহ করছে।

কৌর সম্পর্কে অবাক কথা তথ্য

৫২ বছরের কৌর বিবাহবিচ্ছিন্না। তাঁর দুই ছেলে রয়েছে। প্রাক্তন স্বামী করনাইল সিং ৩০ বছর ধরে ইংল্যান্ডের বাসিন্দা। পঞ্জাবের মুক্তসর জেলা থেকে জারি করা পাসপোর্টে প্রাক্তন স্বামীর নাম নেই। রয়েছে মহিলার বাবার নাম।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ই-চালান ইন্টিগ্রেশনে উত্তরপ্রদেশে সড়ক সুরক্ষায় জোর, ১৭ জেলায় শুরু প্রক্রিয়া
রাহুলের সমালোচনা করতেই কংগ্রেসের 'ফোঁস', জিন্না-বিজেপি যোগের কথা বলে মোদীকে 'বিকৃতির মাস্টার' বলল