নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় তরুণদের প্রাধান্য, দেখা যেতে পারে ১১ মহিলা মন্ত্রীকেও

  • নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় 
  • সন্ধ্যায় শপথ নিতে পারেন মন্ত্রীরা 
  • অধিকাংশ তরুণ মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হবে 
  • সরিয়ে দেওয়া হতে পারে ১০ পুরনো মন্ত্রীকে 
     

আজ সন্ধ্য ৬টা সময় কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণ হবে। মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভার রদবদল  করা হবে। রাষ্ট্রপতি বাবন নিশ্চিত করেছে এদিন সন্ধ্যায়  ৪৩ জন মন্ত্রী  শপথ গ্রহণ করতে করবেন। সূত্রের খবর মন্ত্রিসভা রদবদলে সাত জন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে নতুন সদস্য হিসেবে ২৫ জন যোগদান করবেন। তাঁদের মধ্যে পাঁচ জনকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে।  

সূত্রের খবর ১০ জন মন্ত্রীকে বর্তমান মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হতে পারে। ইতিমধ্যেই তিন পূর্ণ মন্ত্রী পদত্যাগ করেছে। তাঁদের মধ্যে রয়েছে হর্ষ বর্ধন, রমেশ পোখরিয়াল ও তাঁর সহকারী সঞয় ধোত্রে এবং সন্তোষ গানওয়ার। সূত্রের খবর অশ্বিনী চৌবেও পদত্যার পত্র পাঠিয়েছেন। এছাড়াও আরও একাধিক মন্ত্রী পদত্যাগ করতে পারেন বলে সূত্রের খবর। 

Latest Videos

নতুন মন্ত্রিসভায়য় যথেষ্ট বৈচিত্র থাকছে বলেও সূত্রের খবর। সূত্রের খবর মোদীর মন্ত্রিসভায় ৪৭ জন সদস্য রয়েছেন, যারা পিছিয়ে পড়ে শ্রেণির প্রতিনিধিত্ব করছেন। স্বাধীন ভারতে এটাই সর্বোচ্চ। সংখ্যালঘু সম্প্রদায়ের পাঁচ সদস্যও প্রধানমন্ত্রীর নতুন দলে প্রতিনিধিত্ব করবেন বলে সূত্রের খবর। মন্ত্রিপরিষদে ১১ জন মহিলা প্রতিনিধিও জায়গা করে নিতে পারেন। মন্ত্রিসভায় পাঁচ মন্ত্রী উত্তর পূর্ব ভারত থেকে আসবেন বলেও নিশ্চিত করছে একটি সূত্র। 


নাম প্রকাশে অনিচ্ছিন এক সরকারি কর্তা জানিয়েছেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় ৫০ বছরের কমবয়সী ১৪ জন মন্ত্রী থাকছেন। সূত্রের খবর নতুন মন্ত্রীদের অধিকাংশেরও শিক্ষাগত যোগ্যতা- ডক্টরেট, এমবিএ, স্নাতকোত্তর। যেসব মহিলাদের প্রাশাসনিক কাজে অভিজ্ঞতা রয়েছে তাঁদেরও জায়গা করে দেওয়া হবে মন্ত্রিসভায়। বর্তমানে ৫৩ জন মন্ত্রী রয়েছেন। সম্প্রসারিত মন্ত্রিসভায় ৮১ জন সদস্য থাকবেন বলেও সূত্রের খবর। 

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর