দারুণ খবর! মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে দ্বিগুণ টাকা, আবেদন করুন Modi সরকারের এই প্রকল্পে

Published : Jan 10, 2025, 06:49 PM IST

পশ্চিমবঙ্গের মতো এবার কেন্দ্রেও মহিলাদের জন্য নয়া ভাতা প্রকল্প চালু করছে মোদী সরকার। মহিলা সম্মান যোজনা প্রকল্পে ১৮ বছরের বেশি বয়সী মহিলারা মাসে ২১০০ টাকা করে পাবেন।

PREV
110

চলছে মমতা ও মোদীর টেক্কা। মমতা সরকার ক্ষমতায় আসার পর নানান প্রকল্প চালু করেছেন। এবার মোদী হাঁটল সেই পথে।

210

পশ্চিমবঙ্গে একাধিক ভাতা চালু করেছে মমতা সরকার। কন্যাশ্রী, যুবশ্রী থেকে বৃদ্ধ ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতা চালু আছে।

310

রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে মাসে ১০০০ এবং তপসিলি মহিলাদের ১২০০ টাকা করে দেন মুখ্যমন্ত্রী।

410

এবার মমতার দেখানো পথে হাঁটছেন মোদী। দেশের মহিলাদের স্বনির্ভর করতে মাসে ২১০০ করে দেবে মোদী সরকার।

510

চালু হচ্ছে মহিলা সম্মান যোজনা প্রকল্প। এই প্রকল্পে মেয়েদের মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে। ১৮-তে পা দিলেই Modi সরকার দেবে ২১০০ টাকা করে, দেখে নিন কীভাবে আবেদন করবেন ভাতার জন্য।

610

১৮ বছর বয়স হলেই আবেদন করতে পারেন মহিলা সম্মান যোজনার জন্য। এ দেশের স্থায়ী নাগরিক হলেই মিলবে মহিলা সম্মান যোজনার ভাতা।

710

ইতিমধ্যে মহিলা সম্মান যোজনার রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। মহিলা সম্মান যোজনা ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। কিংবা কমন সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন।

810

তবে, আবেদনকারী মহিলার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তবেই আবেদন করতে পারবেন মহিলা সম্মান যোজনার।

910

তবে, আবেদনকারীর তথ্য যাচাই করা হবে আগে। তারপর মিলবে মহিলা সম্মান যোজনার টাক।

1010

এবার মোদী সরকার দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে ডবলেরও বেশি টাকা।

click me!

Recommended Stories