সাধারণ মানুষের স্বার্থে এক বিশেষ পদক্ষেপ নিতে চলছে মোদী সরকার। বর্তমানে বিভিন্ন ভাতা বাবদ মাসে মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা দিয়ে থাকে মমতা সরকার।
এবার মমতাকে জোর টক্কর দিতে আসছে মোদী। মোদী সরকার এবার থেকে দেশবাসীকে দিচ্ছে ৩ হাজার করে।
এক নয়া পেনশন প্রকল্প চালু করেছে মোদী। যাতে মাসে মাসে ৫৫ টাকা করে জমা দিলে অবসরের পর পাবেন ৩ হাজার করে।
এই প্রকল্পের নাম শ্রম যোজনা স্কিম। দেশের মানুষের জন্য এই প্রকল্প নিয়ে এসেছে মোদী সরকার।
অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের জন্য এই প্রকল্প। তাদের সুবিধা দিতেই চালু এই স্কিম।
২০১৯ সালে চালুন হয়েছে এই স্কিম। যা গ্রহণ করলে মাসে ৩ হাজার করে পাবেন।
এই স্কিমে মাসে ৫৫ টাকা করে জমা দিলে অবসরের পর মাসে ৩ হাজার করে পাবেন।
এই স্কিমের অধীনে মেথর, ধোবা, রিক্সা চালক, ইটভাটার শ্রমিকরা পড়েন।
সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য এই বিশেষ সুবিধা চালু করেছে মোদী সরকার।
এবার থেকে মাসে মাসে ৩ হাজার করে দিচ্ছে মোদী।
Sayanita Chakraborty