মমতাকে টেক্কা মোদীর, মাসে ৩ হাজার করে ভাতা দিচ্ছে মোদী সরকার, আবেদন করুন অনলাইনে

Published : Mar 14, 2025, 09:17 AM IST

মোদী সরকার শ্রমজীবী মানুষের জন্য নতুন পেনশন প্রকল্প চালু করেছে। মাসে মাত্র ৫৫ টাকা জমা দিয়ে অবসরের পর ৩০০০ টাকা করে পাওয়া যাবে। এই সুবিধা মূলত অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য।

PREV
110

সাধারণ মানুষের স্বার্থে এক বিশেষ পদক্ষেপ নিতে চলছে মোদী সরকার। বর্তমানে বিভিন্ন ভাতা বাবদ মাসে মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা দিয়ে থাকে মমতা সরকার।

210

এবার মমতাকে জোর টক্কর দিতে আসছে মোদী। মোদী সরকার এবার থেকে দেশবাসীকে দিচ্ছে ৩ হাজার করে।

410

এই প্রকল্পের নাম শ্রম যোজনা স্কিম। দেশের মানুষের জন্য এই প্রকল্প নিয়ে এসেছে মোদী সরকার।

510

অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের জন্য এই প্রকল্প। তাদের সুবিধা দিতেই চালু এই স্কিম।

610

২০১৯ সালে চালুন হয়েছে এই স্কিম। যা গ্রহণ করলে মাসে ৩ হাজার করে পাবেন।

710

এই স্কিমে মাসে ৫৫ টাকা করে জমা দিলে অবসরের পর মাসে ৩ হাজার করে পাবেন।

810

এই স্কিমের অধীনে মেথর, ধোবা, রিক্সা চালক, ইটভাটার শ্রমিকরা পড়েন।

910

সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য এই বিশেষ সুবিধা চালু করেছে মোদী সরকার।

1010

এবার থেকে মাসে মাসে ৩ হাজার করে দিচ্ছে মোদী।

click me!

Recommended Stories