এবার বিনা সুদেই লক্ষ লক্ষ টাকা ঋণ দিচ্ছে মোদী সরকার! খুব সহজেই আবেদন করা যাবে এই লোন

এবার বিনা সুদেই লক্ষ লক্ষ টাকা ঋণ দিচ্ছে মোদী সরকার! খুব সহজেই আবেদন করা যাবে এই লোন

Anulekha Kar | Published : Oct 20, 2024 9:12 PM
17

বিনাসুদেই মিলবে লক্ষ লক্ষ টাকার ঋণ! এবার দারুণ প্রকল্প আনল মোদী সরকার।

27

গত বছর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন "লাখপতি দিদি" প্রকল্প শুরু করেছিলেন প্রধানমন্ত্রী।

37

এই প্রকল্পের সাহায্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসার জন্য বিনা সুদে লোন পাওয়া যায়। শুধু তাই নয় ব্যবসার প্রশিক্ষণও দেওয়া হয় মহিলাদের।

47

তবে কীভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য? আসুন জেনে নেওয়া যাক-

57

এই প্রকল্পের সাহায্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে লোন দেওয়া হয় তাও বিনা সুদে। মোট ৩ কোটি মহিলা এই সুবিধা পান।

67

এই লোন পেতে মহিলাদের প্রথমে একটি স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আসতে হবে। এবং অবশ্যই একটি নিজস্ব ব্যবসা তৈরির কথা ভাবতে হবে।

77

এই লোন পেতে গোষ্ঠীর মাধ্যমে সরকারের কাছে আবেদন করতে হবে। তবেই নির্দিষ্ট সময়ের মধ্য়ে লোনের অর্থ পাওয়া যাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos